জিরোনার সঙ্গে ড্রয়ে বার্সার সংকটে পড়ার আলোচনাকে আজগুবি লাগছে জাভির

বার্সার ডাগআউটে জাভি। গত রাতে ক্যাম্প ন্যুতেছবি : এএফপি

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ ব্যবধানে হেরে কোপা দেল রে থেকে বিদায়ের ধাক্কা হয়তো এখনো কাটিয়ে উঠতে পারেনি। লা লিগায় গত রাতে অপেক্ষাকৃত ‘দুর্বল’ দল জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র সেটাই জানান দিচ্ছে। মৌসুমে প্রথমবার টানা দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে বার্সা; তা-ও আবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে!

একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বার্সা। মূলত, জিরোনার আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাজ্জানিগার বীরত্বে পয়েন্ট হারাতে হয়েছে কাতালানদের। এতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি বার্সার। ৪ বছর পর লা লিগা শিরোপা পুনরুদ্ধারের পথেই আছে তারা।

জিততে না পারলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট জাভি হার্নান্দেজ। দল ভালো অবস্থানে আছে মনে করেন বার্সা কোচ। ম্যাচ শেষে ক্রীড়াবিষয়ক ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিএজেডএন’কে তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি এবং যথেষ্ট ভালো খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি। আমি মনে করি, জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

গোলের সুযোগ নষ্ট করেছেন লেভানডফস্কি
ছবি : রয়টার্স

দল ভালো খেললেও বেশ কয়েকটি দুর্বলতার জায়গা চিহ্নিত করেছেন জাভি, ‘যদি আমরা শুধু আজকের (গত রাতের) ম্যাচ নিয়ে ভাবি, তাহলে ২ পয়েন্ট হারানো একটা উদাহরণ হয়ে থাকবে। আমরা হাইপ্রেসিংয়ে দুর্দান্ত ছিলাম। শুধু ফিনিশিংয়ে ঘাটতি ছিল। আমাদের আত্মসমালোচনা করতে হবে, বেশ কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে।’

আরও পড়ুন

রিয়ালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগা ট্রফিতে এক হাত দিয়ে রেখেছে বার্সা। তবে অন্য প্রতিযোগিতায় বার্সার পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। বিশেষ করে বড় দল সামনে পড়লেই খেই হারাচ্ছে তারা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পথে হেরেছে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের কাছে। এরপর ঠাঁই হয়েছিল ইউরোপা লিগে। সেখানেও নকআউট পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। গত সপ্তাহে রিয়ালের কাছে ‘এক হালি’র লজ্জায় কোপা দেল রে থেকে বাদ। সেটার নেতিবাচক প্রভাবে কাল জিরোনার সঙ্গে ড্র।

জিরোনা গোলরক্ষকের বীরত্বে পয়েন্ট হারিয়েছে বার্সা
ছবি : এএফপি

এ ড্রয়ে বার্সা ছোটখাটো সংকটে পড়ল কি না—এমন প্রশ্নে প্রতিবাদী জাভি, ‘লিগে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩, আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকেও এ ধরনের কথাবার্তা আজগুবি মনে হয়। সংকট শব্দটা আমার কাছে ইতিবাচক মনে হয় না। ম্যাচের আগে টিভিতে একটা অনুষ্ঠান দেখছিলাম। সেখানে বলা হয়েছে, এটা সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। এটা শোনার পর রেগে গিয়েছি। কারণ, মেসি-পরবর্তী যুগে ক্লাবের সবাইকে কঠোর পরিশ্রম করে এ জায়গায় আসতে হয়েছে। ব্যাপারটা মোটেও সহজ নয়।’