রিয়ালের কাছে বার্সার হারের ঘায়ে জাভির ‘দাওয়াই’ লা লিগা

বার্সা কোচ জাভি হার্নান্দেজ। কাল রিয়ালের বিপক্ষে ডাগ আউটেছবি: এএফপি

কোপা দেল রে থেকে বিদায় নিতে হয়েছে। সেটাও সেমিফাইনালে ফিরতি লেগে ৪–০ গোলে বিধ্বস্ত হয়ে। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বলেই এই হার হজম করা বেশ কষ্ট বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজের জন্য। তবে লা লিগার শিরোপা জয়ের সুবাস পাওয়ায় এই হার নিয়ে খুব বেশি ভাবছেন না জাভি

আরও পড়ুন

ক্যাম্প ন্যুতে কাল রাতে কোপা দেল রে থেকে বিদায় নেওয়ার পর বার্সার এই কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা হজম করা কঠিন। আমরা ভালোই খেলছিলাম, কিন্তু দ্বিতীয় গোলটির পর কোনো কিছু গুছিয়ে করতে পারিনি। পরিণত মানসিকতার অভাবে এমন হতে পারে। আমাদের দলে তরুণ খেলোয়াড় আছে বেশ কয়েকজন। মাদ্রিদের এই জিনিসটা (পরিণত মানসিকতা) আছে। ভালো না খেলেও বিরতির সময় তারা এগিয়ে গিয়েছে।’

প্রথমার্ধে যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর হ্যাটট্রিক করেন বেনজেমা। টানা তিনটি ক্লাসিকো জয়ের পর হারল বার্সা। মৌসুমের শুরুর দিকে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ থেকে বিদায় নিলেও সুপার কাপ জিতেছে বার্সা। এর পাশাপাশি লা লিগা শিরোপা জয়ের সুবাসও পাচ্ছে।

২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জাভির দল। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। লিগে আর ১১টি করে ম্যাচ খেলবে দুই দল। এর মধ্যে ১২ পয়েন্টের ব্যবধান কমানো রিয়ালের জন্য প্রায় অসম্ভব। লিগের এ পর্যায়ে এসে ১২ পয়েন্টের ব্যবধান কমিয়ে শিরোপা জিততে পারেনি কোনো দল। সে হিসেবে এবার লিগ শিরোপা যে বার্সার ঘরেই উঠবে, তা বলাই যায়।

আরও পড়ুন

জাভি এ কারণেই মৌসুমটাকে অসফল বলতে রাজি নন। আর তাই কাল রাতের হারটা হজম করা কঠিন হলেও নিজেদের ভালো অবস্থানেই দেখছেন, ‘আমরা সুপার কাপ জিতেছি এবং লা লিগায় ভালো করছি। সুপার কাপের পর লা লিগাও জিতলে মৌসুমটা খুব ভালো হবে। এই হারে তাতে কালিমা লাগবে না। হ্যাঁ, আমরা আজ (কাল রাতে) আঘাত পেয়েছি। রাতে ঘুমোনো কঠিন হবে। কিন্তু বৃহস্পতিবার থেকে আমরা জিরোনার বিপক্ষে ম্যাচটি নিয়ে ভাবব। আমরা কোপার সেমিফাইনালে হেরেছি, এখন লা লিগায় মনোযোগ দিতে হবে।’