প্রিমিয়ার লিগে ‘অসমাপ্ত কাজ’ শেষ করতে চান অবামেয়াং

সাত মাসেই অবামেয়াংয়ের বার্সা অধ্যায় শেষছবি: রয়টার্স

ইউরোপে এবারের দলবদলের মৌসুমে বার্সেলোনা-চেলসি স্মরণীয় লড়াইয়ের জন্ম দিয়েছে। তবে লড়াইটা স্মরণীয় হলেও একপেশে। খেলোয়াড় কেনার দৌড়ে বার্সার কাছে বারবার হার মেনেছে চেলসি।

শুরুটা হয়েছিল লিডসের ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়াকে দিয়ে। রাফিনিয়াকে কিনতে চেয়েছিল চেলসি। কিন্তু তাঁর ওপর নজর পড়েছিল বার্সারও। চেলসিতে যাই যাই করতে করতে শেষ পর্যন্ত বার্সায় নাম লেখান রাফিনিয়া। একই কাজ করেছেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দেও। এমনকি রবার্ট লেভানডফস্কির দিকেও চোখ ছিল চেলসির। কিন্তু পোলিশ স্ট্রাইকারও যোগ দেন বার্সায়।

আরও পড়ুন

দলবদলের শেষ সময়ে এসে সেই বার্সা থেকেই গ্যাবনিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংয়কে কিনেছে চেলসি। ১ কোটি ৩ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি টাকা) তাঁকে কিনেছে ইংলিশ ক্লাবটি।

চেলসির জার্সিতে মার্কোস আলোনসো
ছবি: টুইটার

শুধু দলবদল ফি নয়, অবামেয়াংকে উড়িয়ে আনতে ডিফেন্ডার মার্কোস আলোনসোকেও বার্সার কাছে ছাড়তে হবে চেলসিকে। স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে যোগ দিয়ে অবা বলেছেন, ‘আমি সত্যিই খুব খুশি। এই দলটির অংশ হতে পেরে গর্বিত। মাঠে নামার জন্য তর সইছে না। প্রিমিয়ার লিগে আমার কিছু অসমাপ্ত কাজ আছে।’

ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, অবামেয়াংয়ের সঙ্গে দুই বছরের চুক্তি করবে চেলসি। এর সঙ্গে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে। আলোনসোর সঙ্গে বার্সেলোনার চুক্তি হবে তিন বছরের। স্বাস্থ্য পরীক্ষা করতে এখন স্পেনে আছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। অবামেয়াংও বার্সা ছেড়ে এখন স্টামফোর্ড ব্রিজে অবস্থান করছেন।

ডাকাতের দল অবামেয়াংয়ের বাসার ভেতর ঢুকে তাঁর ওপর হামলা করেছিল
ছবি: টুইটার
আরও পড়ুন

বার্সায় শেষ দিনগুলো মোটেই ভালো যায়নি গ্যাবনিজ স্ট্রাইকারের। স্পেনে অবামেয়াংয়ের কাস্তেলদেফেলসের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছিল। বার্সা স্ট্রাইকার ও তাঁর স্ত্রী সে সময় বাড়িতেই ছিলেন। তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান অলংকার ও অর্থ লুট করে নিয়ে যায় ডাকাতের দল। ভয়াবহ সে অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন দলে পুরোনো গুরুর অধীন যাত্রা শুরু করবেন অবামেয়াং।

প্রিমিয়ার লিগে এর আগে আর্সেনালে খেলেছেন অবামেয়াং। ১৬৩ ম্যাচে করেছিলেন ৯২ গোল। তবে চেলসি কোচ টমাস টুখেলের অধীন তিনি খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডে। দুজনের মধ্যে বোঝাপড়াও ভালো।