লা লিগার মৌসুমসেরা দলে বার্সেলোনার কারা জায়গা পেলেন, রিয়ালের কারা

লা লিগার মৌসুমসেরা দলে জায়গা পাওয়া বার্সেলোনার ৫ খেলোয়াড়বার্সেলোনার ওয়েবসাইট

চার ম্যাচ হাতে রেখেই এবার লা লিগা জিতেছে বার্সেলোনা। ২০১৮-১৯ মৌসুমের পর যেটি বার্সেলোনার প্রথম লিগ শিরোপা। চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচটায় মাঠে নেমে অবশ্য মোটেও ভালো খেলতে পারেনি জাভি হার্নান্দেজের দল। রিয়াল সোসিয়াদাদের কাছে গত রাতের ম্যাচটা হেরে গেছে ২-১ গোলে। তবে তাতে অবশ্য বার্সার উৎসবে ভাটা পড়েনি।


মৌসুমের শেষ দিকে রিয়াল মাদ্রিদ বেশ পিছিয়ে পড়লেও এর আগে দীর্ঘ সময় বার্সেলোনার সঙ্গে সমান তালেই লড়াই করেছে তারা। লিগ বার্সেলোনা জিতলেও লা লিগায় মৌসুমের সেরা দলে তাই দুই ক্লাবেরই সমান প্রতিনিধিত্ব। এরই মধ্যে মৌসুমসেরা দলের নাম ঘোষণা করেছে লা লিগা কর্তৃপক্ষ। ১৫ জনের সেই দলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলেরই জায়গা পেয়েছেন ৫ জন করে। আতলেতিকো মাদ্রিদের আছেন দুজন, একজন করে আছেন ওসাসুনা, সেল্তা ভিগো ও রিয়াল সোসিয়েদাদের।

আরও পড়ুন

মৌসুমের সেরা গোলরক্ষক হিসেবে বার্সেলোনার মার্ক-আন্দ্রে টের স্টেগেনকেই বেছে নেওয়া হবে, এ নিয়ে কোনো সন্দেহই ছিল না। লিগে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে ২৫ ম্যাচে কোনো গোলই হজম করেননি টের স্টেগেন। যেটা বার্সেলোনা ও লা লিগায় নতুন রেকর্ড। পুরো মৌসুমে টের স্টেগেনের জালে ঢুকেছে মাত্র ১৫ গোল।

লা লিগার মৌসুম সেরা দল
লা লিগার টুইটার

একই রকম পারফরম্যান্স বার্সেলোনার দুই ডিফেন্ডার জুলস কুন্দে ও আলেহান্দ্রো বালদের। রক্ষণভাগে এই দুই বার্সা ডিফেন্ডারের সঙ্গে মৌসুম সেরা দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান রাইট ব্যাক এদের মিলিতাও, আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন রাইট ব্যাক নাহুয়েল মলিনা ও ওসাসুনার সেন্টার ব্যাক দাভিদ গার্সিয়া।

আরও পড়ুন

মাঝমাঠে রিয়াল মাদ্রিদেরই কিছুটা দাপট। লুকা মদরিচ ও ফেদে ভালভের্দে দুজনই দুর্দান্ত খেলেছেন মৌসুমজুড়ে। এ দুজনের সঙ্গে আছেন বার্সেলোনার পেদ্রি, সেল্তা ভিগোর গ্যাব্রি ভেইগা ও সোসিয়েদাদের মিকেল মেরিনো।

বেনজেমা ও ভিনি, রিয়াল মাদ্রিদের এই দুই ফরোয়ার্ডই আছেন মৌসুমসেরা দলে
এএফপি

আক্রমণভাগে বার্সেলোনার রবার্ট লেভানডফস্কি তো অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন, ৩১ ম্যাচে ২২ গোল করা পোলিশ এই স্ট্রাইকারের পিচিচি ট্রফিও নিশ্চিতই বলা যায়। মৌসুম সেরা দলে লেভার সঙ্গে আছে রিয়াল মাদ্রিদের দুই ফরোয়ার্ড করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়র। বেনজেমা ২১ ম্যাচে করেছেন ১৭ গোল, করিয়েছেন ৩টি। তাঁর সতীর্থ ভিনি ৩১ ম্যাচে করেছেন ও করিয়েছেন ১০টি করে গোল। দারুণ এক মৌসুম কাটিয়েছেন আতলেতিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজমানও, ১৩টি করে গোল করেছেন এবং করিয়েছেন তিনিও।

আরও পড়ুন