টিম হোটেলেই হামজাদের আনন্দঘন ঈদ

হামজার সঙ্গে শেখ মোরছালিনসংগৃহীত

আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচ সামনে রেখে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে জাতীয় দলের ক্যাম্প। ঈদের দিনেও ফুটবলাররা আছেন এই ক্যাম্পেই।

আজ সকাল সাতটায় হোটেলের পাশে চাঁদ মসজিদে ঈদের জামাতে অংশ নেন খেলোয়াড়রা। বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য উপহার হিসেবে দেওয়া হয় সাদা পাঞ্জাবি। সেই পাঞ্জাবি পরেই ঈদের নামাজে অংশ নেন জামাল ভূঁইয়ারা।

বাফুফের তিন নির্বাহী সদস্য—ইমতিয়াজ হামিদ সবুজ, সাখাওয়াত হোসেন ভূঁইয়া ও ইকবাল হোসেন ফুটবলারদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন জাতীয় দলের সদস্যরা। এরপর হোটেলে ফিরে তাঁরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজ শেষে হোটেলে জামাল, ফাহামিদুলরা
সংগৃহীত

সকালের নিয়মিত নাশতার বাইরে ঈদের বিশেষ আয়োজনে ছিল সেমাই। দুপুরের মেন্যু সাধারণ দিনের মতো, তবে রাতে বিশেষ কিছু পরিবেশনের সম্ভাবনা রয়েছে। সকালে খেলোয়াড়দের ব্যক্তিগত কিছু সময় দেওয়া হয়। ঢাকায় বাসা থাকা খেলোয়াড়রা পরিবারের কাছে গিয়েছেন, অন্যরা হোটেলই সময় কাটাচ্ছেন। তবে দুপুর ২টার মধ্যাহ্নভোজে সবার উপস্থিতি নিশ্চিত করতে বলা হয় টিম ম্যানেজমেন্ট থেকে।

আরও পড়ুন

হামজা চৌধুরী কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন। হাসিখুশি প্রাণবন্ত হামজা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে সেটাই হবে তাঁদের সত্যিকারের ঈদ আনন্দ। শমিত সোম রুমেই ছিলেন, তাঁর কাকা এসেছেন দেখা করতে। ফাহামিদুলের মায়ের আসার কথা ছিল। আরও কয়েকজন খেলোয়াড়ের পরিবার সদস্যরা হোটেলে এসে দেখা করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন।

তবে ঈদের দিন বলে অনুশীলন বন্ধ নেই। বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামে দল নিয়ে অনুশীলনে নামার কথা কোচ হাভিয়ের কাবরেরার। দুপুরে ঝুম বৃষ্টি নামলেও দলের সাপোর্ট স্টাফের এক সদস্য বললেন, অনুশীলন মিস হবে না।

গত এক দশকের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো টিম হোটেলেই ঈদুল আজহা পালন করলেন জাতীয় দলের ফুটবলাররা। এবারের আগে ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান গেমস ও ২০২৩ সালে বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের সময় জাতীয় দলের ক্যাম্পে ঈদ কেটেছে ফুটবলারদের।

টিম হোটেলেই ঈদের আনন্দ
সংগৃহীত

এ মাসেই মিয়ানমারে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ বাছাই পর্ব। এই টুর্নামেন্ট সামনে রেখে জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। এরই মধ্যে ফিরেছেন আফঈদা খন্দকারেরা। কেউ কেউ দুদিনের ছুটিতে বাড়ি গেলেও, অনেকে যাওয়া-আসার ঝামেলা এড়াতে বাফুফের ক্যাম্পেই আছেন। ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের জন্যও বাফুফের পক্ষ থেকে ছিল ঈদের উপহার।

আরও পড়ুন