বায়ার্ন রোনালদোকে কিনলে খরচ দিতে চান এই ধনকুবের

আল নাসর তারকা রোনালদোছবি: রয়টার্স

সৌদি লিগে এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা অম্ল–মধুরই কেটেছে। লিগে ১৪ ম্যাচ ১৩ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। ব্যক্তিগত পর্যায়ে কিছু সাফল্য পেলেও, জুটেছে সমালোচনাও। তাঁর দল আল নাসর সৌদি সুপার এবং কিংস কাপের ফাইনালে যেতে ব্যর্থ হয়েছে। লিগ শিরোপা জয়ের দৌড়েও কিছুটা পিছিয়ে আছে রোনালদোর দল।

সব মিলিয়ে ‘সিআর সেভেন’ যে এখনো সৌদি আরবে থিতু হতে পারেননি, তা বলায় যায়। এরপরও রোনালদোর সৌদি লিগ ছাড়ার গুঞ্জন আছে সামান্যই। তবে জার্মান এক ধনকুবের চান রোনালদো আল নাসর ছেড়ে বায়ার্ন মিউনিখে আসুক। শুধু তা–ই নয়, রোনালদোকে আনার খরচও দিতে চান এই জার্মান ব্যবসায়ী। মার্কোস শোন নামের এ ব্যবসায়ীর চাওয়ার কথা নিশ্চিত করেছে জার্মান সংবাদমাধ্যম আবেনডসাইটুং।

আরও পড়ুন

জার্মান চ্যাম্পিয়নদের রোনালদোকে কেনার আকুতি জানিয়ে বায়ার্ন সিইও অলিভার কানকে নাকি একটি মেইলও দিয়েছেন শোন। যেখানে তিনি লিখেছেন, ‘যদি আমাদের কোম্পানিকে বাণিজ্যিক বিষয়ে পরিষ্কার সুবিধা দেওয়া হয়, তবে ট্রান্সফার ফি অথবা মূল বেতনের বাড়তি অংশ প্রদানের বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিতে পারি।’

রোনালদোকে আনা বা তাঁর বেতনের অংশ বহনের বিনিময়ে বায়ার্নের জার্সি বিক্রির একটি অংশ চায় শোনের প্রতিষ্ঠান।

রোনালদোকে কেনার জন্য খরচ দেওয়ার পাশাপাশি কিছু সুবিধাও চান শোন। তিনি মেইলে আরও লিখেছেন, ‘রোনালদোকে সই করার ক্ষেত্রে, আমরা তার জার্সির বিক্রি থেকে টাকা দাবি করব। এটা করা হবে মূলত অর্থনৈতিক ঝুঁকি সীমিত রাখতে।’

সৌদি লিগে ১৩ গোল করেছেন রোনালদো
ছবি : এএফপি

শোন যতই রোনালদোকে বায়ার্নে আনতে চান, উদ্যোগটা আসলে সম্ভব কি না, সে প্রশ্ন থেকেই যায়। বায়ার্নে আসলে রোনালদোকে নিশ্চিতভাবেই তাঁর উচ্চ বেতন অনেকটাই কমিয়ে আনতে হবে। তাই বায়ার্ন এবং শোন চাইলেও রোনালদো হয়তো এই মুহূর্তে সৌদি আরব ছেড়ে জার্মানিতে আসতে রাজি হবেন না।

আরও পড়ুন

এর আগে আল নাসর ছেড়ে রোনালদোর নিউক্যাসল আসার কথাও শোনা গিয়েছিল। তবে কয়েক দিন আগে এক সংবাদ সম্মেলনে নিউক্যাসল কোচ এডি হাউ বলেছেন, রোনালদো–নেইমাররা সেরা খেলোয়াড় হলেও তাঁদের কেনার সামর্থ্য ক্লাবটির নেই

তিনি সে সময় বলেছিলেন, ‘তারা বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের কেনার সামর্থ্যের কাছাকাছিও আমরা যেতে পারি না। বর্তমানে তাদের ট্রান্সফার ফি এবং বেতন দেওয়ার মতো অবস্থানে আমরা নেই। তাই আমাদের তরুণ খেলোয়াড় খুঁজে তাদের গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন