রোনালদো–নেইমারকে যে কারণে কিনতে পারবে না নিউক্যাসল

নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোছবি: রয়টার্স

মৌসুম শেষ হতে এখনো কিছু সময় বাকি থাকলেও শুরু হয়ে গেছে দলবদল নিয়ে নানা গুঞ্জন। লিওনেল মেসির সৌদি আরব যাত্রা যেন কিছুটা আগেভাগেই নিয়ে এসেছে দলবদলের উত্তাপ। মেসির মতো আলোচনার কেন্দ্রে না থাকলেও একেবারে পিছিয়ে নেই ক্রিস্টিয়ানো রোনালদোও। সৌদি আরবের ক্লাব আল নাসরে আসার পর ৬ মাস না পেরোতেই শোনা যাচ্ছে রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জনও।

সম্প্রতি একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব ছেড়ে ফের ইংল্যান্ডে ফিরতে যাচ্ছেন রোনালদো। যেখানে তাঁর সম্ভাব্য গন্তব্য প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা ক্লাব নিউক্যাসল। শুধু রোনালদোই নন, পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও ‘ম্যাগপাই’ শিবিরে আসার কথা শোনা যাচ্ছে। এ দুজনের নিউক্যাসলে আসা নিয়ে এবার মুখ খুলেছেন ক্লাবটির কোচ এডি হাও। বলেছেন বড় নাম নয়, সঠিক খেলোয়াড়টিকেই ক্লাবে আনতে চান তাঁরা।

আরও পড়ুন

২০২১ সালে এক সৌদি কোম্পানি নিউক্যাসল কিনে নেওয়ার পর থেকে ক্লাবটিকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। ধারণা করা হয় ক্লাবটি তারকাদের দিকে হাত বাড়াবে। এখন পর্যন্ত তেমন কোনো চমক না দিলেও ঠিকই নিজেদের গুছিয়ে নেয় তারা। বর্তমানে ৩৩ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ৩ নম্বরে আছে তারা। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার দারুণ সম্ভাবনা আছে তাদের। এর মধ্যে ফের রোনালদো-নেইমারের মতো তারকাদের ক্লাবটিতে আসার খবর সামনে এসেছে।

ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে
এএফপি

এ বিষয়ে জানতে চাইলে নিউক্যাসল কোচ হাও বলেছেন, ‘তারা বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের কেনার সামর্থ্যের কাছাকাছিও আমরা যেতে পারি না। বর্তমানে তাদের ট্রান্সফার ফি এবং বেতন দেওয়ার মতো অবস্থানে আমরা নেই। তাই আমাদের তরুণ খেলোয়াড় খুঁজে তাদের গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন

সঠিক খেলোয়াড়টিকে কিনে আনতে চান জানিয়ে এডি বলেছেন, ‘নতুন মালিক ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবে সবাই তখন ভেবেছে, বড় তারকারা নিউক্যাসলে আসতে যাচ্ছে। এখন আমরা সে প্রক্রিয়ায় খেলোয়াড় নিচ্ছি না। অর্থনৈতিকভাবেও এই মুহূর্তে আমরা এভাবে খেলোয়াড় কিনতে পারি না। আমরা বরং সঠিক খেলোয়াড়টিকে দলে আনতে চাই।’

পিএসজি তারকা নেইমার
ছবি: টুইটার

দলবদলের বাজারকে জটিল উল্লেখ করে হাও বলেছেন, ‘দলবদলের বাজারে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। এখানে অনেক কিছু ভাবতে হয়। আপনি চাইলেই কোনো একজনকে বেছে নিতে পারেন না।’

আরও পড়ুন

তারকা খেলোয়াড়দের দলে ভেড়ানো নিয়ে হাও আরও বলেছেন, ‘কার সঙ্গে কথা হচ্ছে আমি নিশ্চিত না। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কঠিন। দলবদল এখনো অনেক দূরে এবং এই মুহূর্তে গৌণ বিষয়। আমি অনুশীলনে মনোযোগ দিচ্ছি। আগামী বছর আমরা কোথায় থাকব, তা না জানা পর্যন্ত অনুমান করা কঠিন।’