আল নাসরে যোগ দেওয়ার পরও চ্যাম্পিয়নস লিগ খেলতে পারেন রোনালদো

আল নাসরে নাম লেখালেও আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ আছে ক্রিস্টিয়ানো রোনালদোরছবি: টুইটার

ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়ার আসল কারণটা কারও অজানা নয়। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নেই ইংল্যান্ডের পরাশক্তিধর ক্লাবটি। আর রোনালদো কোনোভাবেই চ্যাম্পিয়নস লিগে না খেলার ব্যাপারটি মেনে নিতে পারছিলেন না। চ্যাম্পিয়নস লিগের অনেক রেকর্ডই তাঁর অধিকারে। পর্তুগিজ উইঙ্গার নিশ্চয়ই চাইবেন না, তাঁর না থাকার সুযোগে এ রেকর্ডগুলো অন্য কারও দখলে চলে যাক।

রোনালদো অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন বিশ্বকাপ চলার সময়ে। তা না হয় হলো, কিন্তু ইউনাইটেড ছেড়ে তিনি নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। অনেকেরই প্রশ্ন—এতে লাভটা কী হলো, রোনালদো কি আর চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন? তবে এশিয়ার ক্লাবে নাম লেখালেও আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ থাকছে রোনালদোর।

আরও পড়ুন
সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সি হাতে রোনালদো
ছবি: এএফপি

আল নাসরের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন রোনালদো। সেই হিসেবে ২০২৫ পর্যন্ত তাঁর সৌদি আরবের ক্লাবটিতেই থাকার কথা। এমনিতেও এ বছর আর চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ নেই রোনালদোর। তবে আগামী মৌসুমে সেই সুযোগ তিনি পেলেও পেতে পারেন। আল নাসরে তাঁর চুক্তির একটি শর্ত এ রকমই। সেই শর্ত পূরণ করে রোনালদোর আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা অবশ্য একটা ‘যদি’-এর ওপর নির্ভর করছে।

আল নাসরের মালিকানা সৌদি আরাবিয়ান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলের মালিকানাও তাদের। এটাই রোনালদোকে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ এনে দিতে পারে। আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির একটি শর্ত এ রকম—নিউক্যাসল যদি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়, তাহলে তিনি সেখানে ধারে খেলতে যেতে পারবেন।

আরও পড়ুন
পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: এএফপি

নিউক্যাসল এখন যেমন ছন্দে আছে, এটা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেতেও পারে তারা। এই মুহূর্তে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে নিউক্যাসল। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৩। সমানসংখ্যক ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩২। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার দল পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে।

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ আর সর্বোচ্চ গোলের রের্কড দুটি এখনো রোনালদোর দখলে। ১৮৩ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৪০টি। রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ ১৭৭ ম্যাচ খেলেছেন ইকার ক্যাসিয়াস। এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে রোনালদোর কাছাকাছি আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন পর্যন্ত খেলেছেন ১৬১ ম্যাচ। সর্বোচ্চ গোলের রেকর্ডেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসি। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের চ্যাম্পিয়নস লিগ গোলসংখ্যা এখন ১২৯টি। তার মানে, রোনালদোর চেয়ে মাত্র ১১ গোল পিছিয়ে।

আরও পড়ুন

রোনালদো যদি আর চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারেন এবং মেসি এবারসহ আরও দুই মৌসুম খেলতে পারেন, তাহলে হয়তো দুটি রেকর্ডই হাতছাড়া হয়ে যাবে! তুমুল প্রতিদ্বন্দ্বীর কাছে এমন দুটি রেকর্ড হারানো দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না রোনালদোর। তবে তাঁর চ্যাম্পিয়নস লিগ-ভাগ্যে কী লেখা আছে, তা জানা যাবে চলতি মৌসুম শেষে।

আরও পড়ুন