লাইপজিগের গোল বাতিল, ক্রুসও বললেন ভুল হয়েছে

লাইপজিগের গোল বাতিল হওয়ার পর মাঠে সাময়িক উত্তেজনা ভর করেছিলরয়টার্স

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে শেষ ষোলো প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে লাইপজিগ। এই ম্যাচে জার্মান ক্লাবটির একটি গোল বাতিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শেষ বাঁশি বাজার পর লাইপজিগ কোচ মার্কো রোজ দাবি করেন, ভুল সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

আরও পড়ুন

৪৮ মিনিটে ব্রাহিম দিয়াজের দুর্দান্ত গোলে জয় পেয়েছে রিয়াল। তবে ম্যাচের দ্বিতীয় মিনিটে রিয়ালের জালে বল পাঠিয়েছিলেন লাইপজিগ স্ট্রাইকার বেঞ্জামিন সেসকো। কিন্তু সেই গোলে অফসাইডের পতাকা দেখান লাইন্সম্যান।

ভিডিও রিপ্লেতে দেখা যায়, সেসকো পরিষ্কারভাবেই অনসাইডে ছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিদ্ধান্ত পাল্টায়নি। লাইপজিগের আরেক খেলোয়াড় বেঞ্জামিন হেনরিখস অফসাইড ছিলেন। তিনি বল স্পর্শ না করলেও রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিনের দৃষ্টিসীমায় বাধা তৈরি করেছিলেন।

গোল বাতিলের এই সিদ্ধান্তকে ম্যাচ শেষে ভুল বলে দাবি করেন লাইপজিগ কোচ মার্কো রোজ, ‘একটি গোল হয়েছিল, যেটির অনুমোদন দেওয়া উচিত ছিল। আমরা এক গোলে এগিয়ে থাকলে সবকিছু অন্য রকমও হতে পারত।’

শুধু লাইপজিগ কোচই নন, রিয়াল মিডফিল্ডার টনি ক্রুসও মনে করেন, গোলটির বৈধতা দেওয়া উচিত ছিল।

ক্রুস বলেছেন, ‘অফসাইড হয়েছে, কারণ গোলকিপারের দৃষ্টিতে বাধা তৈরি করা হয়েছিল। কিন্তু গোলকিপার বলটা পেত না, তাই এটা গোল ছিল।’ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এ ব্যাপারে বল ঠেলে দিয়েছেন রেফারির কোর্টে। অফসাইডে লাইপজিগের বাতিল হওয়া গোলটি নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আপনার উচিত রেফারিকে জিজ্ঞেস করা। তিনি (রেফারি) বলেছেন, লাইপজিগ খেলোয়াড়ের কারণে (রিয়াল) গোলকিপারের সমস্যা হয়েছিল।’

আরও পড়ুন

বসনিয়ান রেফারি ইরফান পেলিতো এই ম্যাচ পরিচালনা করেন। চ্যাম্পিয়নস লিগে রেফারি হিসেবে এটি ছিল তাঁর অষ্টম ম্যাচ। রোজের কাছে জানতে চাওয়া হয়েছিল, রেফারি এই ম্যাচে অনভিজ্ঞতার পরিচয় দিয়েছেন কি না?

লাইপজিগ কোচের উত্তর, ‘রেফারির ওপর আমার রাগ নেই। আমি রেফারি নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না। এটা ভুল (সিদ্ধান্ত) ছিল। আমরা সবাই দেখেছি সিদ্ধান্তটি সঠিক ছিল না। ভুল আমিও করি, সেটা দিনে দু-তিনটিও হয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই ভুলগুলো শুধরে নিতে হয়।’

লাইপজিগ কোচ মার্কো রোজ
এএফপি

রোজ মনে করেন, কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ এখনো আছে লাইপজিগের। ৬ মার্চ রিয়ালের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলো ফিরতি লেগে মাঠে নামবে রোজের দল। এই ম্যাচ সামনে রেখে লাইপজিগ কোচ বলেছেন, ‘মাদ্রিদে আমরা সেরাটা দিতে চাই। তাদের সামনে যতটা সম্ভব বাধা তৈরি করতে চাইব আমরা।’

আরও পড়ুন