ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন রিয়াল সভাপতি

রিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ আর সহ্য করবেন না পেরেজছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলে ২০২১ সালে এ পর্যন্ত মোট ১০ বার বর্ণবাদী আচরণের শিকার হলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পরশু রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের একপর্যায়ে গ্যালারি থেকে এক দর্শক তাঁকে নিয়ে বর্ণবাদী কটূক্তি করেন। ভিনি ব্যাপারটি মোটেও বরদাশত করতে পারেননি। তিনি গ্যালারির দিকে আঙুল তুলে সেই দর্শকের কটূক্তির জবাব দেন। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে, ভিনিসিয়ুস আগে যে নয়বার দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, সেগুলোর তদন্তে কর্তৃপক্ষ কী করেছে?

ভ্যালেন্সিয়া ম্যাচের ঘটনায় সবাই নড়েচড়ে বসেছেন। ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদ ও ঘৃণা ছড়ানোর অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে ভিনিসিয়ুস নিজে আঙুল তুলেছেন লা লিগা কর্তৃপক্ষের দিকে। ব্রাজিল উইঙ্গার মনে করেন, স্প্যানিশ লিগ এখন বর্ণবাদের দোষে দুষ্ট।

ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস
ছবি: রয়টার্স

সবার সহানুভূতি ভিনিসিয়ুসের পক্ষেই। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ব্রাজিলিয়ান তারকার পক্ষে দাঁড়িয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট পাশে দাঁড়িয়েছেন। নেইমার, এমবাপ্পে থেকে শুরু করে অনেক তারকাই ভিনিসিয়ুসের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। ভিনিসিয়ুসের পাশে খুব ভালোভাবেই আছে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ। কোচ আনচেলত্তি নিন্দা জানিয়েছেন, জানিয়েছেন প্রতিবাদ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ভিনিসিয়ুসের সঙ্গে দেখা করে তাঁর প্রতি সমর্থন ও সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেছেন, রিয়াল মাদ্রিদ বর্ণবাদ সহ্য করবে না।

রিয়াল মাদ্রিদ বাস্কেটবল দলের ইউরোপ–সেরা হওয়ার উদ্‌যাপনে ভিনিসিয়ুসের ব্যাপারটি নিয়ে কথা বলেছেন পেরেজ। তিনি বর্ণবাদ মোকাবিলায় লা লিগার রেফারিং নীতিমালায় বদল আনারও ডাক দিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে পেরেজ বলেছেন, ‘আমি সবাইকে বলতে চাই, রিয়াল মাদ্রিদ নিজেদের খেলোয়াড়দের সঙ্গে আর কোনো বর্ণবাদী আচরণ সহ্য করবে না। লা লিগার রেফারিং নীতিমালায় বদল আনতে হবে যেন বর্ণবাদের শিকার হওয়া কারও ঘাড়ে দোষ চাপানো না হয়। যেটি এখন হচ্ছে।’

এবারের লা লিগা মৌসুমে পাঁচবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস
ছবি : টুইটার

প্রতিপক্ষের মাঠে ভিনিসিয়ুস খেলতে নামলে তাঁর বর্ণবাদের শিকার হওয়াটা যেন নিয়মেই দাঁড়িয়ে গেছে। পরশু রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘটনাবহুল ম্যাচেও বর্ণবাদী আচরণ আর বাজে ট্যাকলের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার, প্রতিবাদ করতে গিয়ে দেখেছেন লাল কার্ড। ম্যাচটা রিয়াল ১-০ ব্যবধানে হেরেছে, কিন্তু ফল ছাপিয়ে আলোচনায় ভিনির নাজেহাল হওয়ার ঘটনা।

পেরেজ মনে করেন, ‘যে সমাজে আমরা বাস করি, সেখানে বর্ণবাদ থাকতে পারে না। আমাদের কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন কিছু বারবার হতে পারে না। খেলাধুলা হচ্ছে মূল্যবোধ অনুশীলনের জায়গা।’এর আগে ভিনিসিয়ুসের সঙ্গে ব্যক্তিগতভাবে বসেছিলেন পেরেজ। তিনি তাঁকে জানিয়েছেন, ক্লাব এরই মধ্যে মাদ্রিদের আটর্নি জেনারেলের কার্যালয়ে ঘৃণা থেকে উদ্বুদ্ধ অপরাধের (হেট ক্রাইম) লিখিত অভিযোগ দায়ের করেছে।