চার গোলে ৬ বছর পরের প্রত্যাবর্তন রাঙাল আর্সেনাল

বড় ব্যবধানের জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে আর্সেনালছবি: টুইটার থেকে

আর্সেনাল ৪:০ পিএসভি

দুই দলের জন্যই ম্যাচটা ছিল চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের। আর্সেনালের ফেরা ৬ মৌসুম পর, পিএসভি আইন্দহফেনের ৪ মৌসুম।

প্রত্যাশিতভাবেই প্রত্যাবর্তন রঙিন করে তুলেছে প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। এমিরেটসে ডাচ প্রতিপক্ষকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মিকেল আরতেতার দল। গোল করেছেন বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ট্রোসার্ড, গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ড। একই গ্রুপের অপর ম্যাচে সেভিয়া-লাঁস ১-১ ড্র করায় প্রথম ম্যাচের পরই ‘বি’ গ্রুপের শীর্ষে গানাররা।

এমিরেটসে আর্সেনাল ম্যচের নিয়ন্ত্রণ নেয় প্রথমার্ধেই। চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচের অষ্টম মিনিটেই দলকে গোল এনে দেন সাকা। এর ১২ মিনিট পর সাকার অ্যাসিস্টে আর্সেনালকে দ্বিতীয় গোল এনে দেন ট্রোসার্ড। আর ৩৮ মিনিটে ট্রোসার্ডের অ্যাসিস্টে তৃতীয় গোল এনে দেন জেসুস। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে একটি গোলই করে গানাররা। ৭০ মিনিটে যেটি আসে অধিনায়ক ওডেগার্ডের পা থেকে।

আর্সেনালকে প্রথম গোল এনে দেন বুকায়ো সাকা
ছবি: টুইটার থেকে

এ দিকে ‘সি’ গ্রুপের খেলায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও নাপোলি। রিয়াল ইউনিয়ন বার্লিনকে ১-০ আর নাপোলি ব্রাগাকে ২-১ ব্যবধানে হারিয়েছে। তবে গতবারের রানার্সআপ ইন্টার মিলান প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছে।‘ডি’ গ্রুপের খেলায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ ড্র করেছে ইতালিয়ান ক্লাবটি।

আরও পড়ুন