মেসিকে নিয়ে বার্সার মতোই মায়ামিকে সাফল্য দিতে চান বুসকেতস
মাঝখানে দুই বছরের বিরতি!
২০২১ সালে চোখের জলে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার বিদায়ী সংবাদ সম্মেলনের সামনে শূন্য দৃষ্টিতে বসেছিলেন সের্হিও বুসকেতস। মুখ দেখেই বোঝা যাচ্ছিল বন্ধু-বিচ্ছেদটা মনটাকে বিষাদগ্রস্ত করে রেখেছে তাঁর। মেসির সঙ্গে মাঠের লড়াইয়ের সহযোদ্ধা থাকবেন না, বুসকেতস যেন তা মেনে নিতে পারছিলেন না।
বার্সেলোনায় দুজনের কত স্মৃতি! কত আনন্দময় মুহূর্ত! কত সাফল্য। ওই সময় বুসকেতস কিংবা মেসির কেউই হয়তো ভাবেননি, শিগগিরই মাঠের সহযোদ্ধা হবেন তাঁরা দুজন। দুই বছর পর আবারও সতীর্থ মেসি-বুসকেতস। এবার অবশ্য অন্য দেশের ক্লাবে, ভিন্ন রঙের জার্সিতে।
মাঝের দুই বছর পিএসজিতে কাটিয়ে মেসি শুরু করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নতুন এক অধ্যায়—ইন্টার মায়ামিতে। বুসকেতসও বার্সেলোনা ছেড়েছেন চুক্তি শেষ করেই। নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনিও যোগ দিয়েছেন মেসির দল ইন্টার মায়ামিতেও। দুই বন্ধু পরিকল্পনা করেই ইন্টার মায়ামিতে এসেছেন কি না, সে ব্যাপারে কেউই অবশ্য কিছু বলেননি।
তবে ধরে নেওয়া যায়, ইন্টার মায়ামিতে একত্র হওয়ার আগে দুই বন্ধু আলোচনা করেছেন। যদিও দুজনই সৌদি আরবে যাচ্ছেন, এমন খবরও চাউর হয়েছিল। তবে গন্তব্যটা সৌদি আরব না হয়ে হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন বার্সেলোনায় তাঁদের আরেক সতীর্থ জর্দি আলবাও। লুইস সুয়ারেজও আসবেন, এমন কথাও শোনা যাচ্ছে। যদিও সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে সেই বন্ধু-মিলনের আনন্দই ঝরেছে বুসকেতসের কণ্ঠে। তিনি আশা করেন, মেসির সঙ্গে মিলে বার্সেলোনাকে যেমন অনেক সাফল্য এনে দিয়েছেন, মায়ামিকেও তেমন দিতে পারবেন, ‘মেসিকে আবারও সতীর্থ হিসেবে ফিরে পেয়ে আমি খুবই খুশি।
আমরা বার্সেলোনায় অনেক দিন কাটিয়েছি একসঙ্গে। আমরা মাঝখানে আলাদা দলে খেলেছি। কিন্তু সময় আবার আমাদের একত্র করেছে। আমি আবারও বিশ্বের সেরা খেলোয়াড়টির সঙ্গে এক দলে খেলার জন্য মুখিয়ে আছি। মেসি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। দারুণ একজন মানুষ। আশা করি, বার্সেলোনাকে যেভাবে দুজন মিলে সাফল্য এনে দিয়েছি, ইন্টার মায়ামিকেও তেমনই সাফল্য দিতে পারব।’
গত রোববার ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে মেসি আর বুসকেতসকে গোলাপি রঙের জার্সিতে পরিচয় করিয়ে দিয়েছে। বাংলাদেশ সময় শনিবার ভোরে লিগস কাপের ম্যাচে মেসি-বুসকেতসের দল মুখোমুখি হবে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলোকে নিয়ে। এ ম্যাচে বুসকেতস আর মেসির ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায়।
তবে অভিষেক ম্যাচে এ দুজন একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তাঁদের একাদশে রাখা নিয়ে ইন্টার মায়ামি কোচ টাটা মার্তিনো বলেছেন, ‘এখন পর্যন্ত আমি যা দেখছি, তারা খেলার জন্য ফিট হচ্ছে। আর সম্ভাবনা হচ্ছে, তারা শুক্রবার মাঠে থাকবে। তবে তারা শুরু থেকে খেলবে নাকি বিরতির পর নামবে, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে আমার ধারণা, মেসি আর বুসিও (বুসকেতস) খেলবে।’