কাবরেরার ৩৫ জনের দলে নতুন মুখ মাত্র ২

ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম (বাঁয়ে) ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন

দরজায় কড়া নাড়ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’। আর এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতিও শুরু করে দিচ্ছে বাংলাদেশ। আগামী ৪ জুন শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্প সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে আজ।

লম্বা এ তালিকায় পুরোনো মুখেরই ছড়াছড়ি। চলমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ দেখে কোচ হাভিয়ের কাবরেরা নতুন খেলোয়াড়ের সন্ধান পাননি। মাত্র দুজন নতুন খেলোয়াড়কে তিনি বেছে নিতে পেরেছেন ৩৫ জনের দলে। এই প্রথম জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগে নবাগত দল ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন।

আরও পড়ুন

দলে ফিরেছেন প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের লেফট ব্যাক ইয়াসিন আরাফাত, আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও মেহেদি হাসান রয়েল, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু, বাংলাদেশ পুলিশের ঈশা ফয়সাল ও শেখ জামালের মিডফিল্ডার আবু সাঈদ। প্রথমবারের মতো সাফ দলে ডাক পেয়েছেন নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলি ।

দলে আছেন এলিটা কিংসলি
ছবি : আনিস মাহমুদ

গত মার্চ মাসে সিলেটে সেশেলসের বিপক্ষে খেলা স্কোয়াডের ২৭ জনই দলে আছেন।আজ বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩৫ জনের নাম। ১৫ মের মধ্যে সাফের কাছে ৩৫ জনের নাম দেওয়ার বাধ্যবাধকতার কারণে এই দল ঘোষণা। ঘোষিত এই দল থেকে ৮ জন বাদ দিয়ে ২৭ জন নিয়ে বসুন্ধরা কিংসের মাঠে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে, নাকি ৩৫ জন নিয়েই হবে সেটা এখনো চূড়ান্ত নয়। তবে চূড়ান্ত হয়েছে সাফে এবার ম্যানেজার থাকবেন বাফুফে সদস্য আমের খান।

আরও পড়ুন

৩৫ জনের প্রাথমিক দল

গোলরক্ষক : আনিসুর রহমান , মিতুল মারমা, শহিদুল আলম, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার : কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, সাদ উদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মন, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন, আলমগীর মোল্লা।

মিডফিল্ডার : মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাঈদ, মোহাম্মদ হৃদয়, মেহেদী হাসান রয়েল।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলি, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান সজীব।

আরও পড়ুন