গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি গায়েব হয়ে যান, দাবি পিএসজির সাবেক উইঙ্গারের

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর মেসির হতাশাছবি: রয়টার্স

কদিন আগে লিওনেল মেসিকে কেনার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন জেরোম রোথেন। কিন্তু তীব্র কটাক্ষও দমাতে পারেনি রোথেনকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে পিএসজির বিদায়ের পর ফের মেসিকে সমালোচনার তিরে বিদ্ধ করেছেন সাবেক এই ফরাসি উইঙ্গার। মেসির নিবেদন নিয়ে প্রশ্ন তুলে তাঁকে হারের জন্য দায়ী করেছেন রোথেন। বলেছেন, পিএসজির গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি মাঠ থেকে যেন গায়েবই হয়ে যান।

প্যারিসে প্রথম লেগে হারের পর সবার চোখ ছিল মেসির ওপর। মিউনিখে দারুণ কিছু করে ঘুরে দাঁড়াতে হলে জ্বলে উঠতে হতো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। কিন্তু মেসি পারেননি পিএসজির চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে।

আরও পড়ুন

হারের পর মেসির দিকে আঙুল তুলে রোথেন বলেছেন, ‘মেসি, আমরা এটা চাইনি। সে এই ক্লাবের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চায় না। সে বলেছে, এখন সে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। কিন্তু কোথায় সে মানিয়ে নিল! তুমি ১৮ গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেছ অসের এবং ক্লেরমঁর বিপক্ষে। কিন্তু যেসব ম্যাচে তোমাকে প্রয়োজন হয়, সেখানে তুমি উধাও হয়ে যাও।’

মেসির সমালোচনায় এটুকুতেই থামেননি রোথেন। তিনি আরও বলেছেন, ‘মজার ব্যাপার হলো, আমরা তার খেলা বিশ্বকাপে দেখেছি। আমরা তার গতিবিধি এবং কীভাবে সে নিজেকে যুক্ত করেছে, তা দেখেছি। আমি কিছু মনে করিনি, জাতীয় দলের জার্সি বিবেচনায় নিলে সেটা আলাদা ব্যাপার।’

গুরুত্বপূর্ণ ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসি
ছবি: রয়টার্স

রোথেন এরপর মেসির উদ্দেশে বলেন, ‘ক্লাবকে একটু হলেও সম্মান করো, যে কিনা তোমাকে মান এবং বেতন দিচ্ছে। একমাত্র পিএসজি তাকে সেটা দিতে পারে। পিএসজিও তার পায়ের কাছে সবকিছু নিবেদন করেছে। তারা ভেবেছিল, মেসি আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাবে। কিন্তু সে আমাদের কিছুই জেতাতে পারেনি।’

আরও পড়ুন

এ সময় মেসিকে নিয়ে করা মন্তব্যের পর তাঁকে নিয়ে হওয়া সমালোচনার জবাবও দিয়েছেন রোথেন। তিনি বলেছেন, ‘যখন আমি তার সমালোচনা করেছিলাম, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে আক্রমণ করা হয়, এমনকি আর্জেন্টিনায়ও। এখন বলুন, এই ম্যাচের পর আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। আসুন এবং আমাকে ব্যাখ্যা করুন, মেসি কীভাবে ভালো। যদি আমি আগামীকাল শুনি যে সে চুক্তি বাড়াচ্ছে তবে আমি আর প্রাক দেস প্রিন্সেসে যাব না।’

আরও পড়ুন

এর আগে মেসিকে কেনার সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করে রোথেন বলেছিলেন, ‘লুইস কাম্পোসকে দায়িত্ব নিতে হবে, তিনি স্বীকার করুন যে লিওনেল মেসির আগমন ভালো ব্যাপার ছিল না। এটা (চুক্তি) ব্যর্থ হয়েছে।’