আবার ফুটবলে ফিরেই আগুয়েরোর গোল, মেসির মতো উদ্‌যাপন

প্রত্যাবর্তন ম্যাচে আগুয়েরোর গোল উদ্‌যাপনছবি : টুইটার

২০২১ সালে স্প্যানিশ লা লিগার ম্যাচে হৃদ্‌রোগে আক্রান্ত হন সের্হিও আগুয়েরো। চিকিৎসকদের পরামর্শে সে বছরই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দেন আর্জেন্টাইন তারকা।
তবে চিকিৎসকের সবুজ সংকেত পেয়েই কদিন আগে মাঠে ফেরার ঘোষণা দেন আগুয়েরো। গত রাতে অবসর ভেঙে খেলতে নেমেই গোল পেয়েছেন ৩৪ বছর বয়সী তারকা। পরে অবশ্য টাইব্রেকারে পেনাল্টি মিস করেছেন।

স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা জেরার্দ পিকে ‘কিংস লিগ’ নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া ফুটবলার ও ইন্টারনেট ব্যক্তিত্বদের নিয়ে গড়া একেকটি দলে ৭ জন খেলতে পারেন। আগুয়েরো সেই লিগেই নিজের দল কুনিস্পোর্টসের হয়ে গোল করেছেন।

ম্যাচের তখন ৩৬ মিনিট। পরসিনোস এফসির বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে কুনিস্পোর্টস। বক্সের বাইরে সতীর্থের পাসে বুক বরাবর বল পান আগুয়েরো। সেটাকেই মাটিতে নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে সমতা আনেন। গোল দেখে বোঝার উপায় নেই, প্রায় দেড় বছর পর খেলতে নেমেছেন তিনি। ঠিক যেন ম্যানচেস্টার সিটিতে ফেলে আসা সেরা সময়ের ছবি।

আরও পড়ুন

গোলের পর কর্নার পতাকার কাছে গিয়ে সাবেক আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকেলমের মতো করে উদ্‌যাপন করেছেন। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি থেকে আর্জেন্টিনার দ্বিতীয় গোল করার পর লুই ফন গালের সামনে গিয়ে একইভাবে উদযাপন করেছিলেন মেসি। যেটির পেছনে ইতিহাস আছে।

রিকেলমে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় সেই দলের কোচ ছিলেন নেদারল্যান্ডসের লুই ফন গাল। রিকেলমেকে দলে নেওয়াটা পছন্দ হয়নি ফন গালের। রিকলমেকে তাঁর পছন্দের জায়গা মাঠের মাঝখানে না খেলিয়ে উইংয়ে খেলান। সেটাও নিয়মিত নয়। গোল করার পর দুই কানের পেছনে হাত রেখে উদযাপনে বার্সার কর্তাব্যক্তিদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন রিকেলমে। সঙ্গে অবশ্যই লুন ফন গালকে। বিশ্বকাপে আর্জেন্টিনা–নেদারল্যান্ডস ম্যাচের আগে ফন গালের কথাবার্তায় বিরক্ত মেসিও তাঁর আইডল রিকেলমের মতো করেই জবাব দিয়েছিলেন।

মাঠে নামার আগে আগুয়েরো
ছবি : টুইটার

আগুয়েরো গোল করলেও জিততে পারেনি তাঁর দল। হেরে গেছে টাইব্রেকারে। যেখানে আগুয়েরোও মিস করেছেন। তাঁর শট ফিরে এসেছে পোস্টে।

এর আগে শোনা গিয়েছিল আগুয়েরো মাঠে ফিরবেন একটি ম্যাচের জন্য। সেটাও আবার প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। ইকুয়েডরের ক্লাবা বার্সেলোনা স্পোর্টিংয়ের হয়ে প্রীতি ম্যাচে। যেটি হওয়ার কথা আগামী ২৮ জানুয়ারি। এখন তো এর আগেই মাঠে ফিরলেন আগুয়েরো!

আরও পড়ুন