অবসর ভেঙে এক ম্যাচের জন্য ফিরছেন আগুয়েরো

আর্জেন্টিনা দলের ‘নাম্বার ২৭’ ছিলেন আগুয়েরোছবি: রয়টার্স

আবারও মাঠে ফিরছেন সের্হিও আগুয়েরো। যদিও সেটা পেশাদার ফুটবলে নয়। আগুয়েরো মাঠে ফিরছেন ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের হয়ে প্রীতি ম্যাচে। সেই ম্যাচে অতিথি ফুটবলার হিসেবে খেলবেন আগুয়েরো। হৃদ্‌রোগে আক্রান্ত আগুয়েরো নিশ্চিত করেছেন, প্রীতি ম্যাচে খেলতে শারীরিকভাবে প্রস্তুত তিনি।

২৯ বছর ধরে বার্সেলোনা স্পোর্টিং ক্লাব ‘ইয়েলো নাইট’ আয়োজন করে থাকে। এই আয়োজনে নতুন বছরের ক্লাবের জার্সি ও ফুটবলারদের দর্শকদের সামনে উপস্থাপন করে তারা। সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলে বার্সেলোনা।

এবারের ইয়েলো নাইট হতে যাচ্ছে ২৮ জানুয়ারি। এর আগে এই প্রীতি ম্যাচে খেলেছেন রোনালদিনিও, কার্লোস তেভেজ, আন্দ্রেয়া পিরলোর মতো তারকা ফুটবলাররা। এবার তারই ধারাবাহিকতায় খেলবেন আগুয়েরো।

আরও পড়ুন

প্রীতি ম্যাচে খেলার বিষয়ে আগুয়েরো জানিয়েছেন, ‘ইয়েলো নাইটে খেলতে মুখিয়ে আছি। বার্সেলোনার ভক্তদের সঙ্গে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষা করছি। এরই মধ্যে কার্ডিওলজিস্টের সঙ্গে কথা হয়েছে, আমি সুস্থ আছি। অনুশীলন শুরু করেছি। প্রীতি ম্যাচে খেলতে পারব। আশা করছি, দারুণ কিছুই হবে।’

আরও পড়ুন

কাতার বিশ্বকাপের সময়ে ইকুয়েডরের ম্যাচ দেখতে গিয়েছিলেন আগুয়েরো। তখন বার্সেলোনার কিছু সমর্থক আগুয়েরোকে ইয়েলো নাইটে আসার আহ্বান জানিয়েছিলেন।

সে কথাও বলেছেন আগুয়েরো, ‘কাতারে খেতে বের হয়েছিলাম, ইকুয়েডরের প্রথম ম্যাচটাও দেখছিলাম। বার্সেলোনার কিছু সমর্থক আমাকে চিনতে পারেন, ইয়েলো নাইটে আসার জন্য অনুরোধ করেন।’

মাত্র ৩৪ বছর বয়সে খেলা ছাড়তে হয় আগুয়েরোকে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। খেলেছিলেন পাঁচটি ম্যাচও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হন। এর পরপরই ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই তারকা।

তবে কাতার বিশ্বকাপের সময়ে দলের সঙ্গেই ছিলেন ‘কুন’। ফুটবলার না হয়েও দলের সঙ্গে অনুশীলনে ছিলেন তিনি। দেখা গেছে উদ্‌যাপনেও।