বিশ্বকাপ দলগুলোয় কার দাপট থাকবে—রিয়াল নাকি বার্সার

জাতীয় দলগুলোতেও রিয়াল–বার্সার উত্তাপছবি: রয়টার্স

বিশ্বকাপের দামামা বাজতে আর দুই মাসও বাকি নেই। ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ। এর আগে চলমান আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ম্যাচ দিয়ে স্কোয়াড বাছাইয়ের কাজও চালিয়ে যাচ্ছে দলগুলো। নিজেদের শক্তি-দুর্বলতা বিবেচনায় নিয়েই খেলোয়াড় বাছাইয়ের কাজ করছেন কোচরা।

বিশ্বকাপ কিংবা বড় কোনো টুর্নামেন্টের আগে বিশেষভাবে চোখ থাকে স্পেন দলের ওপর। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা থেকে কারা সুযোগ পাচ্ছেন, তা নিয়ে চলতে থাকে নানা হিসাব-নিকাশ।

তবে কেবল স্পেন দলেই নয়, অন্য জাতীয় দলগুলোতেও এই দুই ক্লাবে ব্যাপক আধিপত্য থাকে। বিশ্বকাপ দলগুলো রিয়াল-বার্সা থেকে কারা জায়গা পেতে পারেন, সম্ভাব্য সেই নামগুলো জেনে নেওয়া যাক।

স্পেন দলে বার্সা তারকাদের দাপট বেশি
ছবি: এএফপি

বরাবরই বিশ্বকাপের স্কোয়াডগুলোতে থাকে রিয়াল-বার্সার দাপট। এবারও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোয় জাতীয় দলগুলোতে রিয়ালের চেয়ে প্রতিদ্বন্দ্বী বার্সার দাপটই ছিল বেশি। এ ম্যাচগুলোতে বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলোয় বার্সেলোনা থেকে ডাক পেয়েছেন ১৫ জন খেলোয়াড়, বিপরীতে রিয়াল থেকে জায়গা পেয়েছেন ১৩ জন।

গত মৌসুমের দুঃস্বপ্ন ভুলে বার্সেলোনা এবারের মৌসুমটা দারুণভাবে শুরু করেছে। লা লিগার টেবিলে দুই নম্বরে থাকলেও মাঠের খেলায় আলো ছড়িয়ে আলোচনায় এসেছেন বার্সার অনেক তারকা। জাতীয় দলে ডাক পাওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাচ্ছেন এই তাঁরা।

বার্সেলোনা থেকে স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন ছয়জন। এই তারকারা হলেন এরিক গার্সিয়া, জর্দি আলবা, সার্জিও বুসকেটস, পেদ্রি, গাভি ও ফেরান তোরেস। ফ্রান্স দলে ডাক পেয়েছেন ইউলেস কুন্দে এবং উসমান দেম্বেলে। নেদারল্যান্ডস জাতীয় দলে আছেন ফ্রাঙ্কি ডি ইয়ং এবং মেমফিস ডিপাই।

রিয়ালের ক্রোয়াট তারকা মদরিচ
ছবি: এএফপি

জার্মানির গোলরক্ষক হিসেবে স্কোয়াডে আছেন টের স্টেগেন। ডেনমার্ক ডেকেছে বার্সা সেন্টারব্যাক আন্দ্রেস ক্রিস্টিনসেনকে। রোনাল্ড আরাউহোকে দলে জায়গা দিয়েছে উরুগুয়ে। পোল্যান্ড জাতীয় দলে অনুমেয়ভাবে ডাক পান রবার্ট লেভানডফস্কি। আর ব্রাজিল স্কোয়াডে তিতে রেখেছেন রাফিনহাকে।

রিয়াল মাদ্রিদ থেকে স্পেন দলে তুলনামূলক কম খেলোয়াড়ই ডাক পেয়েছেন। স্পেন দলে ডাক পেয়েছেন দানি কারভাহাল এবং মার্কো অ্যাসেনসিও। ব্রাজিল জাতীয় দলে রিয়াল থেকে তিতে ডেকেছেন এদের মিলিতাও, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকে।

ফ্রান্স দলে ডাক পেয়েছেন ফেরলান্ড মেন্দি, চুয়ামেনি ও এদোয়ার্দো কামাভিঙ্গা। বেলজিয়াম দলে আছেন থিবো কোর্তোয়া ও এডেন হ্যাজার্ড। এ ছাড়া ক্রোয়েশিয়ায় লুকা মদরিচ, জার্মানিতে আন্তোনিও রুডিগার এবং উরুগুয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে।

আরও পড়ুন

বিশ্বকাপ দল ঘোষণার সময় অবশ্য কিছু পরিবর্তন নিশ্চিতভাবেই আসবে। করিম বেনজেমা, হেক্টর বেলেরিন, মার্কোস আলোনসো ও আনসু ফাতির নিজ নিজ দলে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।

চোটের কারণে আপাতত দলের বাইরে থাকা বেনজেমা তো বিশ্বকাপে ফ্রান্সের মূল তারকাদেরই একজন হবেন। একইভাবে চোটজনিত সমস্যা না থাকলে আনসু ফাতির স্পেন দলে ডাক পাওয়াও প্রায় নিশ্চিত