চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কি ইস্তাম্বুল থেকে লিসবনে যাচ্ছে

চ্যাম্পিয়নস লিগ ট্রফিছবি: উয়েফা

তুরস্কের ইস্তাম্বুল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য অপেক্ষা করে আছে সেই ২০২০ থেকেই। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে সেই ফাইনালের আয়োজন এখনো হয়ে ওঠেনি তাদের। ২০২১ সালেও তুরস্কে করোনা পরিস্থিতি খারাপ থাকায় ইস্তাম্বুল থেকে সরিয়ে নেওয়া হয় ফাইনাল। দুইবারই বদলি ভেন্যু হিসেবে ছিল পর্তুগালের দুই প্রধান শহর। ২০২০ সালে লিসবন ও ২০২১ সালে পোর্তোতে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

আগামী ১০ জুন আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত হয়ে আছে ইস্তাম্বুল। কিন্তু এবার আর কোভিড নয়, বাঁধ সাধতে পারে তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে, এই শঙ্কায় উয়েফা নাকি এরই মধ্যে আবার পর্তুগালের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

আরও পড়ুন

এখনো পর্যন্ত ইস্তাম্বুল ভেন্যু হিসেবে ঠিক থাকলেও রাজনৈতিক পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে যেন অসুবিধা না হয়, উয়েফার এই আগাম আলোচনা সেটিকে মাথায় রেখেই।

এই মাঠে হওয়ার কথা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল
ছবি: এএফপি

আগামী রোববার তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এটি এযাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা। কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, বিরোধীদলীয় প্রার্থী কেমাল কিলিচদারোগলুর চেয়ে এরদোয়ান পিছিয়ে আছেন।

আরও পড়ুন

বিশ্লেষকেরা বলছেন, এরদোয়ান যদি এবার ক্ষমতা থেকে ছিটকে পড়েন, তাহলে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার শঙ্কা আছে। ২৮ মে নির্বাচনের ফল ঘোষিত হবে।