স্পেনের তরুণ তারকার সৌদি-যাত্রাকে দুঃখজনক বললেন টনি ক্রুস

রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসছবি: টুইটার

ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো...সৌদি আরবের ফুটবলে নাম লেখানো বেশির ভাগ তারকাই ক্যারিয়ারের সায়াহ্নবেলায়। ক্যারিয়ারের মধ্যগগনে থাকা ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন যখন আল ইত্তিফাকে নাম লেখান, ফুটবল–দুনিয়া একটু নড়েচড়ে বসে। অনেকেই জিজ্ঞেস করে ওঠেন—হচ্ছেটা কী!

রোনালদো–বেনজেমা, ফিরমিনোদের নাহয় সময় ফুরিয়ে এসেছে। ইউরোপিয়ান ফুটবলের কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের হয়তো আর মানানসই মনে হচ্ছে না তাঁদের। এরপর ৩৩ বছর বয়সী হেন্ডারসন! হেন্ডারসনের পর সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়েছেন নেইমারও।

এত কিছুর পরও সাবেক–বর্তমান ফুটবলাররা খুব একটা বিস্ময়ের প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু এবার যে ২১ বছর বয়সী তরুণ গাব্রি ভেইগাও সৌদি আরবে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন! সেল্তা ভিগোর স্প্যানিশ মিডফিল্ডারের সৌদি আরবের ফুটবলে যেতে রাজি হওয়ার খবরটি শুনেই প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মান ফুটবলার টনি ক্রুস।

স্প্যানিশ মিডফিল্ডার গাব্রি ভেইগা নাম লিখিয়েছেন সৌদি আরবের আল আহলিতে
ছবি: টুইটার থেকে

স্পেনের যুব দলের হয়ে ৮টি ম্যাচ খেলা ভেইগাকে ঘিরে ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহ আছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও পিএসজির মতো দল তাঁকে পেতে চায় বলে খবরও শোনা যায়। এমন একজন খেলোয়াড়ের মাত্র ২১ বছর বয়সে সৌদি আরবের ফুটবলে নাম লেখাতে যাওয়াকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ক্রুস আখ্যা দিয়েছেন ‘দুঃখজনক’ হিসেবে।

আরও পড়ুন

আগামীকাল সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচ খেলবে রিয়াল। ম্যাচটি সেল্তার মাঠে। এ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ক্রুসকে ভেইগার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।

ক্রুস বলেছেন, ‘এই পরিস্থিতি তাঁর এবং তাঁর পরিবারের জীবনে ভালো পরিবর্তন আনছে। এটা ক্লাবটির (সেল্তা) জন্য কষ্টদায়ক। এটা দুঃখজনকও।’

আরও পড়ুন