ইসরায়েলকে ‘লাল কার্ড’ দেখিয়ে গোলপোস্টে নিজেকে তালা মেরে আটকে রাখলেন প্রতিবাদকারী

হ্যাম্পডেন পার্কে গোলপোস্টের সঙ্গে নিজেকে তালা মেরে আটকে রেখেছিলেন এই প্রতিবাদকারী। তাঁর টি শার্টে লেখা বার্তাটি ইসরায়েলের জন্যএএফপি

মেয়েদের ২০২৫ ইউরো বাছাইপর্বে গতকাল রাতে গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইসরায়েল। এই ম্যাচে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদকারীরা। যে কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হ্যাম্পডেন পার্কের বাইরেও প্রতিবাদকারীরা জমায়েত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন। বিবিসি জানিয়েছে, ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ছোট ছোট কফিন ও ফিলিস্তিনের পতাকা হাতে প্রায় ৪০০ সমর্থক জমায়েত হন।

আরও পড়ুন

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এক প্রতিবাদকারী নিরাপত্তাবলয় ভেদ করে মাঠে ঢুকে প্রতিবাদ জানানোয় ম্যাচ দেরিতে শুরু হয়। কালো রঙের পোশাক পরা সেই প্রতিবাদকারী গোলপোস্টের সঙ্গে নিজেকে তালা মেরে আটকে রেখেছিলেন। সাধারণত সাইকেলে এসব মোটা তালা ব্যবহার করা হয়। প্রতিবাদকারীর টি-শার্টে একটি বার্তা লেখা ছিল, ‘ইসরায়েলকে লাল কার্ড’। বিবিসি জানিয়েছে, এই প্রতিবাদকারী মাঠে ঢোকার আগে ‘হাই-ভিস ভেস্ট’ পরে ছিলেন, যে কারণে অনেকে তাঁকে মাঠের স্টুয়ার্ড ভেবে ভুল করেন।

পুলিশ এবং অন্যান্য নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে আটক করে নিয়ে যান
এএফপি

পুলিশ এবং স্টেডিয়ামের অন্য স্টাফরা মিলে সেই প্রতিবাদকারীকে গোলপোস্ট থেকে বিচ্ছিন্ন করেন। গা গরম করতে থাকা দুই দলের খেলোয়াড়দের মাঠ থেকে তখন নিয়ে যাওয়া হয়। ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে শুরু হয়। বিবিসি জানিয়েছে, খেলা শুরুর পর প্রতিবাদকারীরা দুয়ো দেন, মশাল প্রজ্বালন করেন কেউ কেউ। তবে ম্যাচ শুরুর আগে এসব প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে তাদের প্রতিপক্ষ শিবিরও।

আরও পড়ুন

খেলার জন্য দুই দল মাঠে ফেরার পর অফিশিয়াল ফটো সেশনে ইসরায়েলের খেলোয়াড়েরা একটি টি–শার্ট দেখিয়েছেন। সেখানেও একটি বার্তা লেখা ছিল—‘ওদের ঘরে ফিরিয়ে আনো’। টি–শার্টের এই বার্তা ফিলিস্তিনি গেরিলা সংগঠন হামাসের হাতে আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য লেখা হয়।

অফিশিয়াল ফটোসেশনে বার্তা লেখা টি শার্ট হাতে ইসরায়েল নারী ফুটবল দল
রয়টার্স

স্কটল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন গত ২১ মে জানিয়েছিল, পরিকল্পিতভাবে এই ম্যাচ আয়োজনে বিঘ্ন ঘটানো হতে পারে, তা জানার পর কোনো দর্শক ছাড়াই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। টিকিট ক্রয়কারীদের টাকাও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৪ জুন হাঙ্গেরিতে দুই দলের ফিরতি ম্যাচও দর্শকবিহীন গ্যালারিতে অনুষ্ঠিত হবে। গতকাল রাতে প্রথম মুখোমুখিতে ৪-১ গোলের জয় পেয়েছে স্কটল্যান্ড।

আরও পড়ুন