চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোর্তোয়াকে খেলাবেন আনচেলত্তি

রিয়ালের অনুশীলনে আনচেলত্তি ও কোর্তোয়ারয়টার্স

থিবো কোর্তোয়া নাকি আন্দ্রেই লুনিন—চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে বারবার সামনে আসছিল এ প্রশ্ন। গোলপোস্টে কোর্তোয়া সময়ের অন্যতম সেরাদের একজন। তবে চলতি মৌসুমের বেশির ভাগ সময় চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন তিনি। অন্য দিকে কোর্তোয়ার অবর্তমানে রিয়ালের পোস্টের নিচে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন লুনিন। ফাইনালের আগে তাই কাকে খেলাবেন, সেটা নিয়ে মধুর সমস্যাতেই পড়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

সেমিফাইনালের পর থেকে অবশ্য লুনিনের চেয়ে কোর্তোয়ার ওপরই রিয়াল কোচের বেশি ভরসা রাখার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত হলোও তা–ই। আজ রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোর্তোয়াকে খেলানোর কথা নিশ্চিত করেছেন রিয়াল কোচ।

আরও পড়ুন

কোর্তোয়াকে বেছে নিতে আনচেলত্তিকে অবশ্য কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি। লুনিনের ফ্লু জ্বরে আক্রান্ত হওয়ায় আনচেলত্তির জন্য কাজটা সহজ হয়েছে। কোর্তোয়াকে খেলানোর সিদ্ধান্তের পাশাপাশি সংবাদ সম্মেলনে ফাইনালের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। বলেছেন, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মৌসুমের ‘সবচেয়ে বিপজ্জনক’ ম্যাচ।

৩১ বছর বয়সী কোর্তোয়া হাঁটুতে এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোট নিয়ে পুরো মৌসুমই মাঠের বাইরে ছিলেন। এর মধ্যে গত মার্চে আবার চোটে পড়ায় আরও একবার চিকিৎসকের ছুরির নিচে যেতে হয় তাঁকে। এরপর কাদিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেও চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দেখা যায়নি তাঁকে। সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের ফিরতি লেগের সেই ম্যাচে লুনিনই রিয়ালের পোস্ট সামলান।

অনুশীলনে প্রস্তুত হচ্ছেন কোর্তোয়া
রয়টার্স

ফাইনালে কোর্তোয়াকে খেলানোর ব্যাপারে আনচেলত্তি বলেছেন, ‘লুনিন ফ্লু হয়েছে, সে অনুশীলন করতে পারেনি। সে দলের সঙ্গে যাবে, তবে বেঞ্চে থাকবে। কোর্তোয়া এ ম্যাচে খেলবে।’

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোচ হিসেবে এককভাবে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন আনচেলত্তি। আজ জিতলে পঞ্চমবারের মতো এ শিরোপা উঠবে তাঁর হাতে। তবে এ ফাইনালের লড়াই বিপজ্জনক তা ভালোই জানা আছে ইতালিয়ান এ কোচের, ‘ফাইনাল সব সময়ই ফাইনাল। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বিপজ্জনকও।’ ফাইনাল নিয়ে সতর্ক আনচেলত্তি অবশ্য নিজের দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী, ‘খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস আছে। আমি জানি, তারা নিজেদের উজাড় করে দেবে।’