রোনালদো আরও দুই বছর আল নাসরে

আল নাসরে চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে আল নাসর চেয়ারম্যান আবদুল্লাহ আলমাজেদ।এক্স/ক্রিস্টিয়ানো রোনালদো

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসরেই থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। আজ এক বিবৃতিতে চুক্তি নবায়নের খবরটি নিশ্চিত করেছে আল নাসর।

কয়েক মাস ধরে আগামী মৌসুমে তিনি কোন দলে খেলবেন, তা নিয়ে চলা জল্পনার পর এ ঘোষণা এল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কয়েক মিনিট আগেই আল নাসর একটি টিজার ভিডিও প্রকাশ করে, যেখানে ৪০ বছর বয়সী রোনালদোকে সমুদ্রসৈকতে হাঁটতে দেখা যায় এবং তিনি বলেন, ‘আল নাসর ফরএভার’।

রোনালদো আল নাসরে যোগ দেন ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর তাঁর পথ ধরে সৌদি প্রো লিগে নাম লেখান করিম বেনজেমা, নেইমার, সাদিও মানে, রবার্তো ফিরমিনোসহ ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা অনেক ফুটবলারই।

তবে আল নাসরে খেলা আড়াই মৌসুমে লিগ বা মহাদেশীয় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। গত মাসে সৌদি প্রো লিগে আল নাসরের শেষ ম্যাচের কয়েক ঘণ্টা পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘এই অধ্যায় শেষ’।

গুঞ্জন ছড়িয়ে পড়ে, আল নাসর ছাড়ছেন রোনালদো। তবে পর্তুগিজ তারকাকে ধরে রাখতে আগ্রহ ছিল কর্তৃপক্ষের।

চুক্তি সই অনুষ্ঠানে আল নাসর চেয়ারম্যান আবদুল্লাহ আলমাজেদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো।
এক্স/আল নাসর

মে মাসে সৌদি ফুটবলের অন্যতম বড় বিনিয়োগকারী পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) একটি সূত্র এএফপিকে বলে, আড়াই বছর ধরে সৌদি লিগের উন্নয়নে রোনালদোর উপস্থিতি একটি মূল চালিকা শক্তি। তাঁর মাধ্যমে অভিজাত ও তরুণ খেলোয়াড়দের জন্য সৌদি আরবে আসার পথ খুলেছে।

পিআইএফ সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর, আল হিলাল ও আল আহলি নিয়ন্ত্রণ করে।

গত বছর রোনালদো বলেছিলেন, তিনি হয়তো তাঁর ক্যারিয়ার শেষ করবেন আল নাসরের হয়েই। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১১১ ম্যাচে ৯৯ গোল করেছেন রোনালদো।

আরও পড়ুন