রোনালদোর গোলের মান মেসির মতো নয়, দাবি আগুয়েরোর

ফের তুলনায় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিফাইল ছবি

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্কটা বেশ পুরোনো। ক্যারিয়ারের শুরু থেকেই এ নিয়ে বিভক্ত দুজনের ভক্তরা। শুধু অবশ্য ভক্ত-সমর্থকেরাই নয়, দুজনের সতীর্থরা এ নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে আসছেন। যেখানে কেউ এগিয়ে রাখেন মেসিকে, আবার কেউ রোনালদোকে। এবার দুজনের মধ্যে তুলনা টেনেছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরোও। বলেছেন, রোনালদোর চেয়ে মেসির গোলের মান বেশি ভালো।

সম্প্রতি ইউরোপে খেলা খেলোয়াড়দের মধ্যে গোল করায় রোনালদোকে টপকে গেছেন মেসি। ইউরোপে মেসির গোল এখন ৭০২ এবং রোনালদোর গোল সংখ্যা ৭০১। গোল সংখ্যায় রোনালদো অবশ্য সামগ্রিকভাবে মেসির চেয়ে এগিয়ে আছেন। রোনালদো আবার মেসির চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। কদিন আগে আন্তর্জাতিক ম্যাচ খেলায় সবার ওপরেও উঠে এসেছেন পতুর্গিজ মহাতারকা।

আরও পড়ুন

ম্যানচেস্টার সিটি কিংবদন্তি আগুয়েরো অবশ্য দুজনের গোলের সংখ্যা দিয়ে নয়, তিনি তুলনা করেছেন দুজনের গোলের মান নিয়ে। যেখানে রোনালদোর চেয়ে মেসিকে এগিয়েই রাখতে চান এই আর্জেন্টাইন, ‘সে (রোনালদো) কোথা থেকে গোলগুলো করেছে দেখুন। সব ফ্রি-কিক গোল এবং পুরোপুরি ভাগ্যনির্ভর। আর মেসি সব অ্যাঙ্গেল থেকে গোল করেছে।’

মেসি–আগুয়েরো যখন সতীর্থ ছিলেন
ফাইল ছবি

শুধু এটুকুই নয়। রোনালদোর চেয়ে গোলের মানে রাউল ও বেনজেমাকেও এগিয়ে রাখতে চান আগুয়েরো, ‘আমার মনে হয় রাউলের গোল ভালো, আমার কাছে বেনজেমার গোলও বেশ ভালো।’

আগুয়েরোর এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে মেসি-রোনালদোর ভক্তরা। কেউ কেউ আগুয়েরোকে সমর্থন করলেও অনেকে তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন।

আরও পড়ুন

একজন লিখেছেন, ‘তারা মেসিকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি রোনালদোকে ঘৃণা করে। তারা এটা অস্বীকার করে, কিন্তু এটাই সত্য।’

আরেকজন লিখেছেন, ‘কুন (আগুয়েরো) এবং সব আর্জেন্টাইন রোনালদো মেসির চেয়ে ভালো এটা নিয়ে কষ্ট পায়। অনেক মেসি সমর্থক আছে, যারা রোনালদোতে মজে থাকে।’ কেউ কেউ অবশ্য আগুয়েরোর পক্ষেও অবস্থান নিয়েছেন। একজন আগুয়েরোর মন্তব্যের সত্যতা অঙ্ক কষে দেখানোর চেষ্টাও করেছেন।

আরও পড়ুন