বর্ণবাদ নিরসনে সবার আগে যা করল ব্রাজিল

রিও ডি জেনিরোয় সিবিএফের সদরদপ্তরছবি: এএফপি

কোনো ক্লাবের কর্মী ও সমর্থক বর্ণবাদী আচরণ করলে এখন থেকে সেই ক্লাবের পয়েন্ট কেটে নেওয়ার অধিকার থাকবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। লিগের এই লিখিত আইনে সম্মতি দিয়েছে ব্রাজিলের প্রথম বিভাগের ২০টি ক্লাব।

ব্রাজিলের ২৬টি প্রদেশের মোট ৯২টি দল নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নকআউট টুর্নামেন্ট কোপা দু ব্রাজিল। এই টুর্নামেন্ট থেকে নিয়মটি কার্যকর হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

স্টেডিয়ামে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে সিবিএফ। নতুন এ পদক্ষেপ নিয়ে সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো বিরতি নেই। কী করা যায়—এ নিয়ে শতাব্দীর পর শতাব্দীর ধরে আলোচনা চলেছে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা শাস্তির মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রতিযোগিতার কোনো ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠলে, তাদের পয়েন্ট আমরা কেটে নিতে পারব। পেশাদার ক্লাবগুলোর কোচ, প্রতিনিধি, টেকনিক্যাল কমিটির সদস্য ও ভক্তদের এমন আচরণকে গুরুতর অপরাধ বলে মনে করে সিবিএফ।’

আরও পড়ুন

সিবিএফের ১০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে প্রথম কৃঞ্চাঙ্গ সভাপতি রদ্রিগেজ। ব্রাজিলের ঘরোয়া ফুটবলের মাঠ থেকে বর্ণবাদ দূর করা সভাপতি হিসেবে তাঁর কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।

ইএসপিএন জানিয়েছে, বিশ্বের প্রথম ফুটবল ফেডারেশন হিসেবে এমন শাস্তির সিদ্ধান্ত নিল ব্রাজিল। রদ্রিগেজ সোজাসাপটাই বলেছেন, ‘বর্ণবাদী আচরণ অপরাধ। বিষয়টি সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব। এ বিষয়ে আমরা সব ক্লাব, সমর্থক, সংবাদমাধ্যম থেকে সমাজের সব স্তরের সহযোগিতা কামনা করছি।