শমিতের অভিষেক, একাদশে হামজা–ফাহামিদুলসহ আরও যাঁরা
সিঙ্গাপুরের সঙ্গে শমিত সোমের অভিষেক অনেকটা অনুমেয়ই ছিল। শেষ পর্যন্ত লাল-সবুজ জার্সিতে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন এই মিডফিল্ডার। তাঁর সঙ্গে একাদশে আছেন হামজা চৌধুরী এবং ফাহামিদুল ইসলামও।
বাংলাদেশি মা-বাবার সন্তান শমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচও খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা শমিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন।
সর্বশেষ গত ৪ জুন ভুটানের বিপক্ষে খেলা একাদশ থেকে পরিবর্তন এসেছে মোট ৩টি। বাদ পড়েছেন সোহেল রানা, জামাল ভূঁইয়া, তাজ উদ্দিন।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন বাংলাদেশ। ম্যাচটি জিতলে গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা বাড়বে বাংলাদেশের।
বাছাইয়ের ‘সি’ গ্রুপে এ মুহূর্তে ১টি করে পয়েন্ট গ্রুপের চার দল বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের। একই দিনে হংকংয়ের মাঠে খেলবে ভারত। শীর্ষে ওঠার দুয়ার চার দলের জন্যই উন্মুক্ত।
সিঙ্গাপুরের সঙ্গে খুব একটা ম্যাচ খেলেনি বাংলাদেশ। এখন পর্যন্ত স্বীকৃতি ম্যাচে দুবারের দেখায় একবার ড্র আরেকবার হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। সর্বশেষ ২০১৫ সালের ৩০ মে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
মিতুল মারমা, তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ হৃদয়, ফাহমিদুল ইসলাম, শাহ কাজেম, রাকিব হোসেন।