ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়নস লিগে যাবে কারা, শেষ নাটকের অপেক্ষা

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে ইংল্যান্ডের ছয়টি ক্লাবরয়টার্স

লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে গেছে চার ম্যাচ হাতে থাকতেই। অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কোন তিনটি দল অবনমিত হয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলবে। সেই লিগের মৌসুমের শেষ দিন আজ। সাধারণত এমন পরিস্থিতিতে শেষ দিনের বেশির ভাগ ম্যাচই শুধুই আনুষ্ঠানিকতার হয়ে যায়। তবে এবার ভিন্ন হিসাব। শিরোপা ও অবনমন নিয়ে কোনো হিসাব-নিকাশ না থাকলেও চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইটা চলে এসেছে শেষ দিন পর্যন্ত।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচটি দল সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগে। টটেনহাম পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকলেও ইউরোপা লিগ জিতে সুযোগ পেয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইংলিশ দল থাকবে ছয়টি। চ্যাম্পিয়ন লিভারপুল, দুইয়ে থাকা আর্সেনাল ও টটেনহাম, এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে তিনটি দলের। বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে আছে পাঁচটি দল—ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, চেলসি, অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্ট।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে শেষ রাউন্ডের ১০টি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা সিটির ম্যাচ ফুলহামের বিপক্ষে লন্ডনে। নিউক্যাসল আতিথেয়তা দেবে এভারটনকে। নটিংহাম ফরেস্ট ঘরের মাঠে খেলবে চেলসির বিপক্ষে। আর অ্যাস্টন ভিলা ওল্ড ট্রাফোর্ডে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

পয়েন্ট তালিকার শীর্ষ সাত

* চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত

শেষ দিনের গুরুত্বপূর্ণ ম্যাচ

ফুলহাম-ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাস্টন ভিলা
নিউক্যাসল-এভারটন
নটিংহাম-চেলসি

কোন ম্যাচে কী হিসাব

ফুলহাম-ম্যানচেস্টার সিটি

সিটির দরকার ১ পয়েন্ট
এএফপি

চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে ১ পয়েন্টই যথেষ্ট সিটির। হেরে গেলে অবশ্য অনেক যদি-কিন্তুর দিকে তাকিয়ে থাকতে হবে পেপ গার্দিওলার দলকে। সিটি যদি হেরে যায়, আর নিউক্যাসল, চেলসি ও ভিলা—তিন দলই শেষ ম্যাচে জয় পায়, তবে বাদ পড়ে যাবে সিটি।

আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাস্টন ভিলা

ইউনাইটেডকে হারালেও ভিলাকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। সিটি জিতলে কিংবা ড্র করলে এবং নিউক্যাসল ও চেলসি যার যার ম্যাচ জিতে গেলে ইউনাইটেডকে হারিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়ে যেতে পারে ভিলা। দলটির অবশ্য অন্তত ইউরোপা লিগ খেলা নিশ্চিত।

নিউক্যাসল-এভারটন

জিতলেই চ্যাম্পিয়নস লিগে যাবে নিউক্যাসল
এএফপি

জিতলেই চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল। ড্র করলে কিংবা হারলে তাকিয়ে থাকবে প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলোর ম্যাচের দিকে। ভিলা ও নটিংহাম, দুই দলই হেরে গেলে অবশ্য এভারটনের কাছে হেরেও চ্যাম্পিয়নস লিগে উঠে যাবে নিউক্যাসল। লিগ কাপ জেতায় অবশ্য অন্তত কনফারেন্স লিগ খেলা নিশ্চিত হয়ে আছে নিউক্যাসলের। ষষ্ঠ হলে দলটি সুযোগ পাবে ইউরোপা লিগে।

আরও পড়ুন

নটিংহাম-চেলসি

দুই দলেরই সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন লিগে জায়গা পাওয়ার। চেলসির ভাগ্য নিজেদের হাতেই আছে। জিতলেই নিশ্চিত শীর্ষে পাঁচে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলা। ভিলা জয় না পেলে ড্র করলেও চলবে চেলসির। হেরে গেলে অবশ্য বিপদ। সে ক্ষেত্রে নটিংহাম ছাড়িয়ে যাবে চেলসিকে। ভিলা ও নিউক্যাসল না হারলে তখন বাদ পড়ে যাবে চেলসি, নিউক্যাসল বড় ব্যবধানে না হারলেও বাদ পড়ে যাবে সাবেক ইউরোপিয়ান চাম্পিয়নরা।

নটিংহাম ফরেস্টকে জিততেই হবে
রয়টার্স

দলটির প্রতিপক্ষ নটিংহামের জন্যও হিসাবটা সহজ নয়। চেলসিকে হারালেও নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। কামনা করতে হবে নিউক্যাসল ও ভিলা যেন জয় না পায়। ড্র করলে নটিংহামের ইউরোপা লিগে খেলার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা সত্যি হতে ভিলাকে হারতে হবে। তবে হেরে গেলে কনফারেন্স লিগে জায়গা হবে নটিংহামের।

আরও পড়ুন