স্পেনে রিয়াল–আতলেতিকোর আরও কাছে বার্সা, ইংল্যান্ডে লিভারপুলের বাধা আর্সেনাল

রিয়ালের আরও কাছে বার্সাএএফপি

মৌসুমের শেষ ধাপে প্রবেশ করেছে ইউরোপীয় ফুটবল। এখন থেকে ক্রমশ বাড়তে থাকবে শিরোপা লড়াইয়ের উত্তাপ। ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতাও সীমিত হয়ে পড়বে দুই–তিন দলের মধ্যে। অনেক লিগে অবশ্য এরই মধ্যে সেই ইঙ্গিতের দেখা মিলতে শুরু করেছে। প্রিমিয়ার লিগে যেমন শিরোপা লড়াইয়ের কেন্দ্রে চলে এসেছে লিভারপুল ও আর্সেনাল। আগামী কয়েক ম্যাচে হয়তো বাকিদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এই দুটি দল।

একই চিত্র দেখা যাচ্ছে সিরি ‘আ’তেও। এখানেও শিরোপা লড়াইয়ে নাপোলি ও ইন্টার মিলান বাকিদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। লা লিগায় অবশ্য চিত্র খানিকটা ভিন্ন। এই লিগে দুই দল নয়, শিরোপা লড়াইয়ে আছে তিন দল। রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনার তিন দলের মধ্যেই চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। আর বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এগিয়ে থাকলেও যেকোনো মুহূর্তে পাশার দান বদলাতে পারে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন।

লিভারপুলের সামনে আর্সেনাল দেয়াল

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই দলকে লিগ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন লিভারপুল কোচ আর্নে স্লট। তাঁর অধীনে ম্যাচের পর ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছে অ্যানফিল্ডের ক্লাবটি। সর্বশেষ শনিবার রাতে বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল পেয়েছে ২–০ গোলের জয়। এই জয়ে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে ‘অল রেড’রা। তবে এমন চোখধাঁধানো পারফরম্যান্সের পরও একেবারে নির্ভার থাকার সুযোগ নেই লিভারপুলের।

আরও পড়ুন

কারণ, লিভারপুলের ঠিক পেছনেই ছুটছে আর্সেনাল। গতকাল রোববার রাতে ম্যানচেস্টার সিটিকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। এই জয়ের পর আর্সেনালের পয়েন্ট এখন ৫০। তবে লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। লিভারপুল–আর্সেনালের পর তিনে আছে নটিংহাম ফরেস্ট। চলতি মৌসুমের অন্যতম চমক নটিংহামের পয়েন্ট ২৪ ম্যাচে ৪৭। অন্য দিকে এখনো চারে থাকা ম্যানচেস্টার সিটি এ মৌসুমটা যেন দ্রুত শেষ হলেই বাঁচে। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট পাওয়া সিটির শিরোপা ধরে রাখার সম্ভাবনা এখন শুধুই কাগজে–কলমেই।

নাপোলি-ইন্টার সমানে সমান

সিরি ‘আ’তে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা নাপোলির ঘাড়ে নিশ্বাস ফেলছে ইন্টার মিলান। গতকাল রাতে অবশ্য নাপোলির সুযোগ ছিল নিজেদের খানিকটা এগিয়ে নেওয়ার। কিন্তু সামনে আসা সুযোগ কাজে লাগাতে পারেনি শীর্ষস্থানধারীরা। গতকাল রাতে প্রথম ম্যাচে মিলান ডার্বিতে এসি মিলানের সঙ্গে ১-১ ড্র করে ইন্টার।

আরও পড়ুন

এরপর রোমার বিপক্ষে খেলতে নামে নাপোলি। ম্যাচটি জিতলে নিজেদেরকে ইন্টার থেকে আরেকটু এগিয়ে যেতে পারত তারা। কিন্তু ইন্টারের মতো তারাও শেষ পর্যন্ত হোঁচট খায়, ম্যাচ ড্র হয় ১–১ গোলে। এই দুই ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ২৩ ম্যাচে ৫৪ এবং ইন্টারের ২২ ম্যাচে ৫১। এই দুই দল থেকে কিছুটা পিছিয়ে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আতালান্তা। তবে শিরোপা লড়াইয়ে থাকতে হলে আতালান্তাকে পাড়ি দিতে হবে লম্বা পথ।

রিয়াল–আতলেতিকোকে বার্সার চোখরাঙানি

লা লিগায় শুরুতে দাপট দেখালেও একপর্যায়ে বেশ পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে এখন এসে আবারও লড়াই জমানোর ইঙ্গিত দিচ্ছে কাতালান ক্লাবটি। বিশেষ করে গতকাল আলাভেসের বিপক্ষে পাওয়া ১–০ গোলের জয়ে লা লিগার ত্রিমুখী লড়াইটাকে আরও জমিয়ে তুলল বার্সা। বার্সা মাঠে নামার আগে এসপানিওলের বিপক্ষে ১–০ গোলে হেরে যায় রিয়াল।

আরও পড়ুন

বর্তমানে ২২ ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। আর তিনে থাকা বার্সার সমান ম্যাচে ৪৫। অর্থাৎ রিয়াল ও বার্সার পয়েন্টের ব্যবধান মাত্র ৪। এই দুই দলের মাঝে অবশ্য আরও একটি দল আছে। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। রিয়ালের চেয়ে আতলেতিকো পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্টে। মাদ্রিদ ডার্বিতে পরের ম্যাচেই মুখোমুখি হবে এই দুই দল। রিয়ালের মাঠে সেই ম্যাচে জিতলে শীর্ষে উঠে আসবে দিয়েগো সিমিওনের দল। যদিও কাজটা মোটেই সহজ হবে না।

বায়ার্নের পেছনে লেভারকুসেন

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে। ২০ ম্যাচ শেষে এখন তাদের পয়েন্ট ৫১। সর্বশেষ হোলস্টেইন কিয়েলের বিপক্ষে তারা জিতেছে ৪–৩ গোলে। এই লড়াইয়ে বায়ার্নের ঠিক পেছনেই আছে লেভারকুসেন। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫।

এখন শিরোপা ধরে রাখতে হলে শুধু নিজেরা জিতলে হবে না, বায়ার্নের পয়েন্ট হারানোর অপেক্ষাতেও থাকতে হবে। তবে এই মুহূর্তে অবশ্য তেমন কোনো ইঙ্গিত নেই। লিগে একের পর এক ম্যাচে জিত চলেছে ভিনসেন্ট কোম্পানির দল। এভাবে এগোতে থাকলে মৌসুম শেষে হয়তো দুই নম্বরে থেকে সন্তুষ্ট থাকতে হবে জাবি আলোনসোর দলকে।