কথা না বলেও মেসির চাওয়া বুঝতে পারেন ‘দেহরক্ষী’ দি পল

দি পল ও মেসিছবি: রয়টার্স

লিওনেল মেসির ‘বডিগার্ড’ হিসেবে সবাই চেনেন রদ্রিগো দি পলকে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসি খেলতে গেলেই তাঁর সঙ্গে আঠার মতো লেগে থাকতে দেখা যায় এই মিডফিল্ডারকে। মাঠে ও মাঠের বাইরে যেখানেই মেসি, সেখানেই দি পল। এমনকি মাঠে যদি আর্জেন্টাইন অধিনায়ক ফাউলের শিকার হন, তখনো সবার আগে ছুটে যেতে দেখা যায় তাঁকে।

মেসিকে সুরক্ষিত রাখতে গিয়ে অনেক সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডা ও সংঘর্ষও বাধিয়ে ফেলেন দি পল। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল আতলেতিকোর মাঝমাঠে খেলা এই মিডফিল্ডারের। সেই দি পল এবার মেসির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, তা ব্যাখ্যা করেছেন। এমনকি কোনো কথা না বলেও মেসি–দি পল নাকি একে অপরকে বেশ ভালো বুঝতে পারেন।

আরও পড়ুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে দি পল বলেছেন, ‘মেসিও আমার মতো, বেশ মাথা গরম। যখন সে রেগে যায়, আপনাকে তার কাছ থেকে সরে যেতে হবে। সে রুমে যাওয়ার কিছুক্ষণ পর আমি সেখানে যাই। দরজায় টোকা দিয়ে জিজ্ঞাসা করি, তাঁর কিছু লাগবে কি না।’

যেখানে মেসি সেখানেই রদ্রিগো দি পল
এএফপি

এমনকি অনেক সময় কোনো কথা ছাড়াই নাকি একে অপরকে বুঝতে পারেন তাঁরা, ‘সকালে আমরা সব সময় একা থাকি; কারণ, আমরা খুব ভোরে উঠি। এমন অনেক সকাল যায়, যখন আমরা কোনো কথা বলি না। কখনো কখনো সেটা আমার ঘুমঘুম ভাবের জন্য বা মেজাজের জন্য। সে আমাকে ভালোভাবেই চেনে।’

আরও পড়ুন

নিজের শেষ জন্মদিনে মেসি তাঁকে কী বলে শুভেচ্ছা জানিয়েছেন, তা উল্লেখ করে দি পল বলেছেন, ‘আমার শেষ জন্মদিনে সে আমাকে বার্তা পাঠিয়ে বলেছে, “শুভ জন্মদিন। এমন সকালগুলো চলতে থাকুক। কখনো কথা বলে এবং কখনো কিছু না বলে।” আমরা একে অপরকে বুঝতে পারি। কোনো কোনো সকালে এমন হয় যে ২–৩ ঘণ্টা ধরে আমরা কথা বলতে থাকি এবং আবার এমনও হয় যে আমরা একটা শব্দও বলি না।’