সিটির লিগ শিরোপাগুলো কেড়ে নেওয়া হলে পার্টি দেবেন ক্লপ
আর্থিক নীতিমালা ভাঙার ১১৫টি অভিযোগের দায়ে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ যদি ম্যানচেস্টার সিটির লিগ শিরোপাগুলো কেড়ে নেয়, ইয়ুর্গেন ক্লপ তাহলে কী করবেন? খুব সহজ। সবাইকে নিয়ে পার্টি দেবেন। রেড বুলের গ্লোবাল সকারের প্রধান হিসেবে গতকাল প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্লপ। সেখানেই এমন কথা বলেন লিভারপুলের সাবেক এই কোচ।
২০১৫ সালে লিভারপুল কোচের দায়িত্ব নিয়ে গত বছর ক্লাবটি ছাড়েন এই জার্মান। এই ৯ বছরে লিভারপুলকে শুধু তিন দশক অপেক্ষার পর প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতাননি ক্লপ, ইংলিশ লিগকে উপহার দিয়েছিলেন দারুণ এক দ্বৈরথও। ক্লপের লিভারপুল বনাম পেপ গার্দিওলার সিটি। ২০১৮-১৯ ও ২০২১-২২ মৌসুমে গার্দিওলার সর্বজয়ী সিটির পেছনে থেকে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করতে হয় ক্লপের লিভারপুলকে। সেই দুঃখ যে রয়েই গেছে, তা বোঝা গেল ক্লপের কথায়।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক নীতিমালা ভাঙার ১১৫টি অভিযোগ ২০২৩ সালে গঠন করা হয় প্রিমিয়ার লিগে সর্বশেষ চারবারের চ্যাম্পিয়ন সিটির বিপক্ষে। সে বছরই ফেব্রুয়ারিতে ব্যাপারটি একটি স্বাধীন কমিশনের কাছে হস্তান্তর করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সিটি অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।
সংবাদমাধ্যম ক্লপের কাছে জানতে চেয়েছিল, স্বাধীন কমিশনের কাছে ম্যান সিটি যদি দোষী প্রমাণিত হয় এবং লিগ শিরোপাগুলো যদি কেড়ে নেওয়া হয়, তাহলে তাঁর প্রতিক্রিয়া কেমন হবে? উত্তর শুনুন স্পেনের মায়োর্কায় বসবাস করা ক্লপের মুখেই, ‘(লিভারপুল থেকে) চলে আসার সময় এই আলোচনা হয়েছে। মায়োর্কায় বেশি সময় কাটানো হয়নি। কারণ, বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু যদি এটা ঘটে, যারা (আসতে) চেয়েছে তাদের বলেছি—শুধু মায়োর্কার ফ্লাইট ধরলেই চলবে। বিয়ার আমি কিনব! আমরা (লিগ জয়ের) প্যারেড করব নিজের বাগানে।’
সিটির বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয় গত বছর সেপ্টেম্বরে। কবে রায় দেওয়া হবে, ক্লপ জানেন না। ব্যাপারটায় তাঁর চোখ নেই বলে জানিয়েছেন। লিভারপুল তারকা ট্রেন্ট আলেক্সান্দার-আরনল্ড, মোহাম্মদ সালাহ ও ভার্জিল ফন ডাইকের চুক্তির জটিলতা নিয়েও কথা বলেছেন ক্লপ। চলতি মৌসুম শেষেই লিভারপুলে চুক্তির মেয়াদ শেষ হবে তিন খেলোয়াড়ের। কিন্তু তাঁদের চুক্তি নবায়ন নিয়ে এখনো সুখবর পাননি লিভারপুলের সমর্থকেরা। এ নিয়ে প্রায় প্রতি সপ্তাহেই প্রশ্নের সম্মুখীন হতে হয় লিভারপুল কোচ হিসেবে ক্লপের জায়গা নেওয়া আর্নে স্লটকে। ক্লপের চাওয়া, তাঁরা তিনজনই লিভারপুলে চুক্তি নবায়ন করবেন।
চলতি বছরের ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন ক্লপ। এই প্রতিযোগিতাকে ধুয়ে দিয়ে ক্লপ বলেছেন, ‘এটা অনর্থক। গ্রীষ্মকালীন বিরতি না থাকলে এটা কোনো কাজে আসবে না। জয়ীরা হবে সর্বকালের সবচেয়ে অভাগা। কারণ, গ্রীষ্মকালজুড়ে খেলার পর লিগ শুরু হবে। ইউরোপিয়ান ফুটবলে কিন্তু এখন প্রচুর চোট দেখা যায়। ম্যাচের সংখ্যা কমাতে হবে। এর অর্থ হলো কিছু লিগ (যদি সম্ভব হয়) ২০ নয়, ১৮ দলের হতে হবে।’