বাংলাদেশ প্রমাণ করতে চায়, মেলবোর্নের দিনটা ছিল বাজে

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভুঁইয়াপ্রথম আলো

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল কী পরিকল্পনা নিয়ে দল মাঠে নামাবেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা?

সাবেক এশিয়ান চ্যাম্পিয়ন তো বটেই, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলা দল অস্ট্রেলিয়া। লিওনেল মেসির আর্জেন্টিনাকেও কাতার বিশ্বকাপে চাপে ফেলেছিল তারা। এবারের বিশ্বকাপ বাছাইপর্বেও গ্রুপে এখন পর্যন্ত লেবানন, ফিলিস্তিন ও বাংলাদেশের বিপক্ষে অজেয়। ১২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ড ও এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।

তবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিবাচক থাকারই চিন্তা বাংলাদেশ দলের কোচ কাবরেরার। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই কোচ বলেছেন, ‘আমরা ভালো খেলতে চাই। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করেছিলাম। এবার দেশের মাঠে পারফরম্যান্সের উন্নতি চাই। আমরা এমন একটা ম্যাচ খেলতে চাই, যেটি শুধু আমাদের জন্যই নয়, দর্শকদের জন্যও আনন্দময় অভিজ্ঞতা হবে। নিজেদের মাঠে খেলা, আমরা জানি, ঘরের মাঠে আমরা খুব খারাপ খেলি না।’

অনুশীলনে হাস্যোজ্জ্বল বাংলাদেশের ফুটবলাররা
প্রথম আলো

কোচ খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ৭ গোল হজমের মূল কারণ ছিল, আমরা দ্রুত গোল খেয়েছিলাম। কালকের ম্যাচে যেন এমনটা না হয়, সেটি আমাদের দায়িত্ব।’

অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী ফুটবলারদের সঙ্গে পেরে ওঠা কতটা কঠিন, তা খুব ভালো করেই জানেন কোচ। কাবরেরা বিশেষ করে ভয় পাচ্ছেন সেট পিসে প্রতিপক্ষের শক্তিকে, ‘অস্ট্রেলিয়া সেট পিসে বিশ্বের অন্যতম সেরা দল। অন্য যেকোনো দল এই জায়গায় তাদের সমীহ করে। এ ক্ষেত্রে আমরা শুধু নিজেদের কাজগুলোই ঠিকঠাক করে যাওয়ার আশা করতে পারি।’

আরও পড়ুন

সব মিলিয়ে কাবরেরার লক্ষ্য খুবই পরিষ্কার, ‘আমাদের সবচেয়ে বড় লক্ষ্য আমরা যেন দ্রুত গোল না হজম করি। গোল না খেলে আমাদের সম্ভাবনা তৈরি হবে। আমরা দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে চাই। আমরা এ নিয়ে কাজ করেছি। আগে গোল না খেলে দল আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করে যেতে হবে।’

কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলন
প্রথম আলো

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আবাহনীর হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোচ কি তাঁকে প্রথম থেকে খেলাবেন, পুরো সময় খেলাবেন—এসব প্রশ্ন তাই থাকছেই। তবে জামাল সংবাদ সম্মেলন করেছেন অধিনায়ক হিসেবেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো লড়াইয়ের লক্ষ্যে তাঁকে সাহস জোগাচ্ছে ঢাকার প্রচণ্ড গরম, ‘মেলবোর্নে অনেক ঠান্ডা ছিল। সবাইকে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এখানে নিজেদের মাঠে খেলা। প্রচুর দর্শক থাকবে, সমর্থক থাকবে। পরিবারের সদস্যরাও থাকবে। আমরা এখানে নিজেদের মেলে ধরতে চাই। আমরা প্রমাণ করে দিতে চাই, মেলবোর্নে ৭ গোলে হারাটা ছিল বাজে দিনের ব্যাপার।’

আরও পড়ুন