সাবিনা–সানজিদাদের ইংলিশ কোচের কড়া বার্তা

সাবিনা খাতুন ও সানজিদা আক্তারইনস্টাগ্রাম

ইংলিশ কোচ পিটার বাটলার যে নারী দলকে নিয়ে পরীক্ষা–নিরীক্ষায় যাবেন, সেটির ইঙ্গিত চীনা তাইপের বিপক্ষে প্রথম ম্যাচেই দেখা গেছে। আজ চীনা তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেটি আরও স্পষ্ট। অধিনায়ক সাবিনা খাতুনকে একাদশেই রাখলেন না। তাঁকে ম্যাচের শেষ দিকে তা–ও নামিয়েছেন, কিন্তু আজ ম্যাচেই ছিলেন না দীর্ঘদিন ধরে মেয়েদের জাতীয় দলের দুই নিয়মিত মুখ সানজিদা আক্তার ও মাসুরা পারভীন।

আরও পড়ুন

প্রায় নতুন চেহারার একটি দল নিয়েই চীনা তাইপের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ খেলল। ১–০ গোলে হেরে গেলেও কিংস অ্যারেনায় আজ বাংলাদেশের মেয়েদের খেলা নিরাশ করেনি কাউকে। ১৮ মিনিটে গোল হজমের পর বাকি ম্যাচ বলতে গেলে চীনা তাইপেকে চাপে রেখেও সমতায় ফিরতে পারেনি দল।

তবে কোচ বাটলার আজকের ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট, ‘প্রথম প্রীতি ম্যাচ দেখার পর এ ম্যাচে কিছু পরিবর্তন এনেছিলাম। প্রথম ম্যাচে আমরা ২৬ মিনিটের মধ্যে তিন গোল হজম করেছিলাম। যে কারণে ম্যাচ সেখানেই হাতছাড়া হয়ে গিয়েছিল। এ ম্যাচে আমাদের মেয়েরা যেভাবে ঘুরে দাঁড়াল, আত্মবিশ্বাসী হয়ে খেলল, তাতে আমি খুশি।’

চীনা তাইপের বিপক্ষে আজ দ্বিতীয় প্রীতি ম্যাচে হেরেছে বাংলাদেশ
বাফুফে

সাবিনা–সানজিদা–মাসুরাদের নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন গেল কোচের দিকে। সেখানে কোচের বার্তা পরিষ্কারই, ‘সত্যি বলতে আমার মনে হয়েছে সাবিনা ক্লান্ত, এ কারণে শুরু থেকে তাকে খেলাইনি। আমি তাকে সাহায্য করার চেষ্টা করছি। আশা করি, সে সবকিছুর সঙ্গে মানিয়ে নেবে। সাবিনা খুব ভালো মেয়ে। তার অসাধারণ ক্যারিয়ারের প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু আপনার যখন বয়স হতে থাকবে, কখনো কখনো আপনার মস্তিষ্ক যেটা বলবে, সেটা আপনি করতে পারবেন না। আমি নিজেও এর মধ্য দিয়ে গেছি। সাবিনারও এখন এই অবস্থা।’

আরও পড়ুন

সানজিদা–মাসুরাদের নিয়ে তাঁর কথা, ‘সানজিদা ম্যাচ খেলার মতো ফিট অবস্থায় ছিল না, মাসুরাও নয়। সানজিদার বয়স যদিও সাবিনার চেয়ে কম। আমি লিগের পারফরম্যান্স একেবারেই বিবেচনায় নিচ্ছি না। যখন ১২-০, ১৫-০, ১৬-০ গোলের ম্যাচ হয়…এটা ভালো কিছু নয়। আপনি শিখবেন এই ম্যাচগুলো (আন্তর্জাতিক ম্যাচ) থেকে।’

সাবিনাকে ৭৮ মিনিটে নামিয়েছিলেন বাটলার। এত দেরিতে নামানোর ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘আমি মনে করেছি সাবিনাকে যদি ১৫-২০ মিনিট খেলানো যায়, তাহলে আমার মনে হয় সে প্রভাব রাখতে পারবে। আমরা একটা পথ খুঁজছি তার জন্য। তাকেই জিজ্ঞেস করুন, তার মন যেটা বলছে শরীর সেটা করার অনুমতি দিচ্ছে কি না। এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই। তার প্রতি আমার শ্রদ্ধা আছে এবং চমৎকারভাবে বাংলাদেশকে সেবা দিয়েছে। কিন্তু এখন সময় নতুন, তরুণদের দিকে দৃষ্টি দেওয়ার, শামসুন্নাহার জুনিয়র, প্রীতি, ঋতুপর্ণা, মনিকা আজ দুর্দান্ত ছিল।’

বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার
প্রথম আলো ফাইল ছবি

চীনা তাইপের বিপক্ষে দুটি ম্যাচের পর কোচ নারী দলকে কড়া বার্তাই দিয়েছেন, ‘আমি দলে পরিবর্তন এনেছি, আমি এমনটা করে যাব। আমার পরিকল্পনা অনুযায়ী আমি দল সাজাব। আমি জনপ্রিয় কোচ হতে চাই না, সবার শ্রদ্ধা অর্জন করতে চাই। এটা অনেকেই পছন্দ করবেন না। তবে আমি একটা কথা বলতে চাই, কেউ যেন এই দলে নিজেকে অপরিহার্য মনে না করে। প্রত্যেককেই নিজের জায়গার জন্য লড়তে হবে। বাংলাদেশ যদি নারী ফুটবলে এগিয়ে যেতে চায়। তাহলে গোটা দলকে সুশৃঙ্খল হতে হবে।’

আরও পড়ুন