ফিরেই ২ গোল করে রেকর্ড বইয়ে হলান্ড, সিটির বড় জয়

মৌসুমে ৪৪ গোল হয়ে গেছে হলান্ডেরছবি: রয়টার্স

আর্লিং হলান্ডের সঙ্গে পেপ গার্দিওলার নিশ্চিত ‘শত্রুতা’ আছে!

চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে হলান্ডকে রেকর্ড ডাবল হ্যাটট্রিক করতে দেননি ম্যানচেস্টার সিটি কোচ। ৫ গোল করা স্ট্রাইকারকে উঠিয়ে নেওয়ার পর গার্দিওলা বলেছিলেন সব রেকর্ড করে ফেললে তো হল্যান্ডের জীবন একঘেয়ে হয়ে যাবে।

সেই গার্দিওলা এবার হলান্ডকে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করতে দিলেন না। গত মাসে আন্তর্জাতিক বিরতির আগে খেলা সর্বশেষ দুই ম্যাচে ৮ গোল করা হলান্ড চোট কাটিয়ে ফিরে প্রথম ম্যাচেই করেছেন ২ গোলে। সাউদাম্পটনের বিপক্ষে ৬৮ মিনিটে নরওয়েজীয় স্ট্রাইকার দ্বিতীয় গোলটি করার পরপরই গার্দিওলা তুলে নেন তাঁকে।

সেই সময়ে ৩-০ গোলে এগিয়ে থাকা সিটি শেষ পর্যন্ত জিতেছে ৪-১ গোলে। সিটির অন্য দুটি গোল জ্যাক গ্রিলিশ ও হুলিয়ান আলভারাজের। হলান্ড উঠে যাওয়ার পর ও আলভারাজের পেনাল্টি গোলের মাঝে সাউদাম্পটনের একমাত্র গোলটি করেছেন ফরাসি ফরোয়ার্ড সেকু মারা।

দ্বিতীয় গোলটি করছেন আর্লিং হলান্ড
ছবি: রয়টার্স

সর্বশেষ জয়ে লিগের শীর্ষ দল আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল সিটি। ২৯ ম্যাচে সিটির পয়েন্ট ৬৭। সমান ম্যাচে মিকেল আরতেতার আর্সেনালের পয়েন্ট ৭২। রোববার লিভারপুলের বিপক্ষে ম্যাচে আবারও পয়েন্টের ব্যবধানটা ৮ করার সুযোগ আছে গানারদের।

সাউদাম্পটনে আজ সিটিকে ৪৪ মিনিট গোল বঞ্চিত রাখতে পেরেছিল স্বাগতিকেরা। ৪৫ মিনিটে গিয়ে ভাঙে সাউদাম্পটনের প্রতিরোধ। জ্যাক গ্রিলিশের পা ঘুরে বল পেয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান তারকার নিখুঁত ক্রস এরপর খুঁজে নেয় হলান্ডের মাথা। হেডেই চলতি মৌসুমে ৪৩তম গোল পেয়ে যান হলান্ড। আর তাতে অন্যরকম এক সেঞ্চুরিও হয়ে যায় ডি ব্রুইনার। রায়ান গিগস, সেস্ক ফ্যাব্রেগাস, ওয়েইন রুনি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ ইতিহাসে ১০০ গোলে সহায়তা বা অ্যাসিস্টের মাইলফলক ছুঁয়ে ফেলেন ডি ব্রুইনা।

আরও পড়ুন
গোল পেয়েছেন জ্যাক গ্রিলিশও (ডানে)
ছবি: রয়টার্স

৫৮ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে সিটিকে দ্বিতীয় গোল এনে দেন গ্রিলিশ। তিন বছর পর টানা দুই ম্যাচে গোল পেলেন এই ইংলিশ তারকা। ১০ মিনিট পর গ্রিলিশের মাপা এক ক্রস থেকেই দারুণ এক অ্যাক্রোবেটিক গোল পেয়ে যান হলান্ড। শূন্যে ভেসে বাঁ পায়ে নেওয়া ওভারহেড কিকেই অসাধারণ গোলটি পেয়ে যান হলান্ড। এবারের লিগে হলান্ডের এটি ৩০তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে ৪৪তম গোল। প্রিমিয়ার লিগের ক্লাবের হয়ে এক মৌসুমে সব প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ডে রুড ফন নিস্টলরুই ও মোহাম্মদ সালাহর পাশে বসে গেলেন হলান্ড।

গার্দিওলা উঠিয়ে না নিলে কে জানে আজই হয়তো রেকর্ডটা নতুন করে লিখে ফেলতেন আর্লিং ‘গোল মেশিন’ হলান্ড।

আরও পড়ুন