মেসির বার্সা সতীর্থদের একে একে নিয়ে আসছে ইন্টার মায়ামি

ইন্টার মায়ামিকে নতুন ঠিকানা বানাচ্ছেন জর্দি আলবাছবি: টুইটার

কয়েক সপ্তাহ আগে ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস টুইটারে একটি রহস্যময় টুইট করেছিলেন। মায়ামির তিনটি গোলাপি জার্সি, যেখানে কোনো নাম লেখা নেই—এমন ছবি পোস্ট করে টুইটারে লিখেছিলেন, ‘শিগগিরই আসছে’।

আরও পড়ুন

দুটি জার্সির মালিক কে হবেন, তা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। লিওনেল মেসি ও সের্হিও বুসকেতস। বার্সেলোনার দুই সাবেক যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটিতে আবারও সতীর্থ হচ্ছেন। শিগগিরই চুক্তি পাকা হয়ে যাওয়ার কথা। ১৬ জুলাই দুজনকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর ২১ জুলাই অভিষেক হতে পারে। তৃতীয় জার্সিটির মালিক হতে যাচ্ছেন বার্সায় মেসি ও বুসকেতসেরই একসময়ের সতীর্থ জর্দি আলবা।

এমএলএসের একটি সূত্র, যিনি আলবার সঙ্গে ইন্টার মায়ামির যোগাযোগের ব্যাপারটি জানেন, তাঁর বরাত দিয়ে খবরটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড। খুব দ্রুতই মায়ামিতে সই করবেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। বার্সেলোনার হয়ে ১১ বছরের ক্যারিয়ারে ৬ বার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন আলবা। মায়ামিতে মেসি-বুসকেটসকে সতীর্থ হিসেবে পাওয়ার পাশাপাশি বার্সার সাবেক কোচ জেরার্দো মার্তিনোকেও পাচ্ছেন আলবা। ২০১৩-১৪ মৌসুমে বার্সার কোচ ছিলেন মার্তিনো।

আরও পড়ুন

গত মৌসুম শেষেই বার্সাকে বিদায় বলেছিলেন বুসকেতস ও আলবা। বুসকেতস মায়ামিতে যোগ দিলেও ফ্রি এজেন্ট হয়ে ছিলেন আলবা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, মেসি ও বুসকেতসের সঙ্গেই ১৬ জুলাই আলবাকেও নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে মায়ামি। মায়ামি হেরাল্ড জানিয়েছে, সৌদি আরব থেকেও প্রস্তাব পেয়েছিলেন আলবা। কিন্তু মেসি ও বুসকেতসের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভিসেল কোবেকে বিদায় বলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা
ছবি: রয়টার্স

বার্সায় মেসির একসময়ের সতীর্থদের মধ্যে আরও একজনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইন্টার মায়ামি। মার্কা জানিয়েছে, এমএলএসে দ্বিতীয় জুলাইয়ে দলবদলের দ্বিতীয় পর্বে আন্দ্রেস ইনিয়েস্তাকে উড়িয়ে আনতে পারে মায়ামি। ক্যাম্প ন্যুতে মেসির সঙ্গে ১৬ বছর কাটানো ইনিয়েস্তা সম্প্রতি জাপানের ক্লাব ভিসেই কোবের সঙ্গে ৫ বছরের চুক্তির মেয়াদ শেষ করেছেন। ৩৯ বছর বয়সী ইনিয়েস্তা এখনো অবসরের ঘোষণা দেননি। মেসি-বুসকেতসের সঙ্গে আরও একবার মাঠে নামার ইচ্ছা তাঁর হতেই পারে।

আরও পড়ুন