জিরোনার কাছে বিধ্বস্ত হয়ে ক্ষমা চাইলেন আনচেলত্তি

হেরে ক্ষমা চাইলেন কার্লো আনচেলত্তিছবি: রয়টার্স

জিরোনা ম্যাচের আগে লা লিগায় বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে থেকেও নিজেদের সম্ভাবনা দেখছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। জিরোনার বিপক্ষে হারের পর আনচেলত্তি নিজেও কি আর সে আশা করবেন? বাস্তবতা হচ্ছে, গতকাল রাতের হারে রিয়ালের জন্য প্রদীপের শেষ আলোটুকুও নিভে গেল!

৭ ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্টে পিছিয়ে থাকার পর আনচেলত্তি শুধু অলৌকিক কোনো কিছুর প্রত্যাশাই করতে পারেন। পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তা আনচেলত্তিও বুঝে গেছেন। জিরোনার কাছে হারের পর তাই ক্ষমাও চাইলেন রিয়াল কোচ। এই পারফরম্যান্স রিয়ালের কাছ থেকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেছেন আনচেলত্তি।

আরও পড়ুন

জিরোনার মাঠে রিয়ালের হারের চেয়ে বড় হয়ে উঠেছে হারের ধরন। আর্জেন্টাইান ফরোয়ার্ড তাতি কাস্তেয়ানোস একাই ৪ গোল করে বিধ্বস্ত করেছেন রিয়ালকে। দলের এমন বিপর্যয়ে হতাশ আনচেলত্তি বলেন, ‘এই ম্যাচ মাদ্রিদকে বোঝায় না। আমরা ক্ষমা চাইছি। তবে আমাদের অবশ্যই সামনে তাকাতে হবে।’

লা লিগায় শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিরোনা ম্যাচটি রিয়ালের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে ঘরের মাঠে এ মৌসুমে দুর্দান্ত খেলা জিরোনার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি রিয়ালও।

হারের পর রিয়ালের হতাশা
ছবি: রয়টার্স

কেন এমন হার, ব্যাখ্যা করতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা আগের ম্যাচটির মতো আগ্রাসী হয়ে খেলতে পারিনি। আমাদের নিবেদনেরও যথেষ্ট অভাব ছিল। বল পায়ে আমরা ভালোই করছিলাম। কিন্তু বল পায়ে না থাকলে বেশ ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল।’

আরও পড়ুন

এরপর সমর্থকদের উদ্দেশে আনচেলত্তি বলেন, ‘আমরা বুঝতে পারছি যে আপনারা হতাশ হয়েছেন। আমরা ক্ষমা চাচ্ছি। তবে কোপা দেল রের ফাইনাল ও সেমিফাইনালে (চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে) আমরা ভালো কিছু করব।’