আনচেলত্তির চোখে কামাভিঙ্গা যখন ‘ফেরারি ইঞ্জিন’

রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গাছবি: রয়টার্স

করিম বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়রদের তারকাখ্যাতির কারণে কিছুটা আড়ালেই থেকে যান এদুয়ার্দো কামাভিঙ্গা। কিন্তু দলের খেলায় প্রভাব বিবেচনা করলে বাকিদের চেয়ে মোটেই পিছিয়ে নেই এ ফরাসি তারকা।

সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের ফুলব্যাক পজিশনে দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন কামাভিঙ্গা। সর্বশেষ সেল্তা ভিগোর বিপক্ষে রিয়ালের জেতা ম্যাচেও খেলেছেন দুর্দান্ত।

আরও পড়ুন

বাঁ পাশে ভিনিসিয়ুসের সঙ্গে কামাভিঙ্গার বোঝাপড়াটাও জমেছে দারুণভাবে। এবার কামাভিঙ্গাকে নিয়ে কথা বলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। যিনি কামাভিঙ্গাকে তুলনা করেছেন ফেরারির ইঞ্জিনের সঙ্গে। যদিও আজ রাতের ম্যাচে বেনজেমার সঙ্গে কামাভিঙ্গাকে পাচ্ছে না রিয়াল।

বয়স মাত্র ২০ বছর হলেও অল্প সময়ের মধ্যে নিজেকে পরিণত হিসেবে প্রমাণ করেছেন কামাভিঙ্গা। বর্তমানে ফুলব্যাক হিসেবে খেললেও মাঝমাঠেও সমান কার্যকর কামাভিঙ্গা। দলে সুযোগ পেলে রাখছেন অবদানও।

দারুণ ছন্দে আছেন কামাভিঙ্গা
ছবি: রয়টার্স

তাঁকে নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘কামাভিঙ্গা অন্য তরুণ খেলোয়াড়দের মতো উন্নতি করছে এবং ফুলব্যাক হিসেবে খেলার জন্য যে সময় সে পাচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে উন্নতির চেষ্টাও করছে। সে তরুণ। ট্যাকটিকাল দিক থেকে তার আরও পরিণত হতে হবে; কারণ, টেকনিকালি তার আর কিছু শেখার নেই। শারীরিকভাবে সে ফেরারি ইঞ্জিনের মতো, সিনকুইসেন্টোর মতো নয়।’

আরও পড়ুন

দলের এ তরুণ তুর্কির প্রশংসার পাশপাশি রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠলেও লা লিগায় বেশ পিছিয়ে পড়েছে ‘লস ব্লাঙ্কোস’ শিবির। ৩০ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে থাকলেও এখনো নিজেদের শিরোপা লড়াই থেকে বাতিল করতে চান না রিয়াল কোচ।

আরও পড়ুন

আনচেলত্তি বলেছেন, ‘মৌসুমে ডাবল (লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ) জেতা সহজ নয়। সত্যি কথা হচ্ছে, এমন দল আছে, যারা লা লিগাকে জটিল মনে করে এবং সব মনোযোগ ইউরোপিয়ান প্রতিযোগিতায় রাখে। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। কিন্তু এটা হতে পারে। লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জেতা বেশ জটিল।’

আরও পড়ুন

আজ রাতে লিগ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ জিরোনা। ঘরের মাঠে জিরোনার পারফরম্যান্স বেশ ভালো। প্রতিপক্ষ জিরোনাকে নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘জিরোনা খুব সুন্দর ফুটবল খেলে। দল হিসেবে তারা বেশ সংঘবদ্ধ, বিশেষ করে বল যখন তাদের দখলে থাকে। তারা বলের দখল নিজেদের কাছে রাখছে এবং ঘরের মাঠে বেশ ভালোও খেলছে।’