লিসবনে থাকার ‘নিশ্চয়তা’ না দেওয়া আমোরিম কি লিভারপুলেই আসবেন

স্পোর্টিং লিসবন কোচ রুবেন আমোরিমরয়টার্স

মৌসুম শেষে লিভারপুলকে বিদায় জানাবেন ইয়ুর্গেন ক্লপ। ২০১৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে লিভারপুলকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন জার্মান এ কোচ। ক্লপকে হারানো লিভারপুলের জন্য বড় ধাক্কাও। এই মুহূর্তে লিভারপুলের পুরো মনোযোগ তাই ক্লপের যোগ্য একজন উত্তরসূরি নিয়োগে। যেখানে তাদের প্রথম পছন্দ ছিলেন জাবি আলোনসো। বায়ার লেভারকুসেনকে বদলে দিয়েছেন এ স্প্যানিশ কোচ। চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত আলোনসোর লেভারকুসেন।

ধারণা করা হচ্ছিল, লিভারপুলে ক্লপের জায়গা নেবেন আলোনসো। কিন্তু সে আশা গুড়েবালি। আলোনসো নিজেই জানিয়েছেন, লিভারপুল বা অন্য কোনো ক্লাবে না গিয়ে তিনি লেভারকুসেনেই থাকবেন।

আরও পড়ুন

আলোনসো সরে দাঁড়ানোর পর আলোচনার কেন্দ্র এখন রুবেন আমোরিম। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের এই কোচকেই নাকি এখন ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে নিয়ে আসতে চায় লিভারপুর। শুধু লিভারপুলই নয়, ১৯ বছর পর লিসবনকে লিগ শিরোপা জেতানো আমোরিমকে পেতে চায় বার্সেলোনাও।

ইউরোপীয় শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে থাকা আমোরিম সম্প্রতি লিসবন ছাড়ার সম্ভাবনার কথাও পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন। আলোনসো যেভাবে লেভারকুসেনে থেকে গেছেন, আমোরিমও লিসবনে থেকে যেতে চান কি না—শুক্রবার সংবাদ সম্মেলনে জানতে চাইলে আমোরিম বলেছেন, ‘নাহ, আমি নিশ্চয়তা দিতে পারছি না।’

লিসবনকে বদলে দিয়েছেন কোচ রুবেন আমোরিম
ইনস্টাগ্রাম

আপাতত কোনো কথা না দিয়ে শিরোপা জেতানোয় মনোযোগ দিতে চান বলেও মন্তব্য করেছেন ৩৯ বছর বয়সী আমোরিম, ‘যদি আমরা শিরোপা জিততে না পারি, আমি স্পোর্টিং ছেড়ে যাব। এটা শুরু থেকেই বেশ স্পষ্ট ছিল। এটা এমন কিছু, যা আমার খেলোয়াড়দের বলাটা গুরুত্বপূর্ণ, কারণ, আমাদের জিততে হবে। প্রথমে আমাদের শিরোপা জিততে হবে, তারপর আমরা ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন

লিসবনে আমোরিমের চুক্তি শেষ হবে ২০২৬ এর জুনে। পর্তুগিজ এ কোচ ক্লাবের কোচের দায়িত্ব নেন ২০২০ সালের মার্চে। দায়িত্ব নিয়ে ক্লাবকে সাফল্যও এনে দিয়েছেন তিনি। প্রশংসিত হয়েছে তাঁর কোচিং–দর্শনও। আমোরিম নিজের ভবিষ্যতের কথা বলতে না পারলেও ক্লাবে খুশি আছেন বলেই জানিয়েছেন। পর্তুগিজ লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিসবন। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। এক ম্যাচ বেশি খেলে বেনফিকার পয়েন্ট ৬৭।