রিয়ালকে অভিনন্দন জানিয়ে টুইটারে যা লিখেছে বার্সেলোনা

কোপা দেল রে-র চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদরয়টার্স

ম্যাচ বাকি ৫টি, চাই একটিমাত্র জয়। তাহলেই ৪ বছর পর লা লিগা শিরোপা জিতবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে লিগ শিরোপা হারাতে বসলেও রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম ট্রফি এরই মধ্যে ঘরে তুলেছে। পরশু রাতে কোপা দেল রের ফাইনালে রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। এই প্রতিযোগিতায় এটি রিয়ালের ২০তম শিরোপা।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে অন্যদের চেয়ে নিরঙ্কুশভাবে এগিয়ে থাকলেও কোপা দেল রের রাজা কিন্তু রিয়াল নয়। ৩১ বার চ্যাম্পিয়ন হওয়া বার্সা এখানে সবার ওপরে।

চিরপ্রতিদ্বন্দ্বী দল এই ব্যবধান কমিয়ে আনায় মন খারাপ হওয়ার কথা বার্সা সমর্থকদের। কিন্তু কাতালান ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা দল যে এসব বৈরিতায় বিশ্বাসী নয়, সেটা কাজের মাধ্যমে দেখিয়ে দিল।

কোপা দেল রে জেতায় টুইটারে রিয়ালকে শুভেচ্ছা জানিয়েছে বার্সেলোনা। দাঁড়ি-কমাসহ ৪৫ বর্ণের এক বাক্যে খুদে পোস্টে তারা লিখেছে, ‘কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হওয়ায় রিয়াল মাদ্রিদকে অভিনন্দন।’

বার্সাকে গুঁড়িয়েই কোপা দেল রের ফাইনালে উঠেছিল রিয়াল
ছবি : টুইটার

শুধু বার্সাই নয়; অ্যাথলেটিক বিলবাও, সোসিয়েদাদ, এমনকি ফাইনালে বীরের মতো লড়াই করে হারা ওসাসুনাও অভিনন্দন জানিয়েছে রিয়ালকে। বিলবাও ও সোসিয়েদাদ রিয়ালের পোস্ট করা ছবি শেয়ার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আর ওসাসুনা লিখেছে, ‘কোপা দেল রের খেতাব অর্জন করায় রিয়াল মাদ্রিদকে অভিনন্দন।’

তবে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ অভিনন্দনবার্তা পাঠানোর কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করেনি। এ নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস তাদের প্রতিবেদনে রসিকতা করে লিখেছে, ‘রোববার স্পেনে মা দিবস ছিল। হয়তো তাদের অন্য কিছুতে অগ্রাধিকার ছিল।

আরও পড়ুন