মাঠে ঢলে পড়লেন লুটন অধিনায়ক, ম্যাচ পরিত্যক্ত

লুটন টাউনের অধিনায়ক টম লকিয়ারএক্স/লুটন টাউন এফসি

প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে মাঠেই ঢলে পড়েছেন লুটন অধিনায়ক টম লকিয়ার। দ্রুত মাঠ থেকে তুলে নিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। লকিয়ারের অসুস্থতায় খেলা বন্ধ হয়ে যাওয়ার এক পর্যায়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

লুটন জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া লকিয়ার সাড়া দিচ্ছেন। শারিরীকভাবে স্থির আছেন।

২৯ বছর বয়সী লকিয়ার গত মে মাসে প্রিমিয়ার লিগ প্লে-অফের ফাইনালে কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচেও মাটিতে ঢলে পড়েছিলেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্ট সার্জারির পর জুন মাসে তিনি মাঠে ফিরে আসেন।

খেলা বন্ধ হয়ে যাওয়ার পর দর্শকদের করতালিতে ধন্যবাদ জানান দুই দলের খেলোয়াড়েরা
এক্স/লুটন টাউন এফসি

শনিবার বোর্নমাউথের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে খেলতে নামে লুটন টাউন। ম্যাচের বয়স ৬০ মিনিট পার হওয়ার কিছুক্ষণ পর মাঠে পড়ে যেতে দেখা যায় লকিয়ারকে। তাৎক্ষণিকভাবে খেলা বন্ধ করে মাঠে ছুটে যান চিকিৎসক ও লুটনের কোচিং স্টাফের সদস্যরা। এরপর স্ট্রেচারে করে লকিয়ারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

এমন অবস্থায় দুই দলের খেলোয়াড়েরা মাঠের বাইরে চলে যান। স্টেডিয়ামজুড়ে দর্শকেরা লকিয়ারের নামে ধ্বনি তোলেন। এর ২০ মিনিট পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বন্ধ হওয়ার আগে দুই দলের ম্যাচ ১-১ সমতায় ছিল।

খেলা বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর লুটন টাউনের এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, লকিয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরে ক্লাবের মেডিকেল স্টাফদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরেকটি টুইটে লেখা হয়, ‘আমাদের মেডিকেল স্টাফরা নিশ্চিত করেছেন, অধিনায়ক মাঠে কার্ডিয়াক অ্যারেস্টে ভুগেছেন। তবে স্ট্রেচারে করে তুলে নেওয়ার সময়ই তিনি সাড়া দিয়েছেন।’