বিশ্বকাপ খেলার স্বপ্নটা এখনো দেখেন রোনালদো

এখনো পর্তুগাল দলের হয়ে স্বপ্ন দেখেন রোনালদোছবি: এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো এখনো স্বপ্ন দেখেন বিশ্বকাপ খেলার। পর্তুগালের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠে নামার। বয়স ৩৮ হয়ে গেছে। কিন্তু জাতীয় দল নিয়ে নিজের মধ্যে স্বপ্নটা জারি রেখেছেন তিনি। সিঙ্গাপুরে গিয়ে সেই স্বপ্নের কথাটিই জানিয়েছেন সবাইকে।

২০২২ বিশ্বকাপের পর্তুগালকে নেতৃত্ব দিয়েছিলেন স্বপ্ন নিয়ে। দারুণ একটা দল নিয়ে গিয়েও কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে পর্তুগালের পথচলা। রোনালদো অবশ্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে মাঠের বাইরে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ ফার্নান্দো সান্তোস। ডাগআউটে বসে থাকা রোনালদোর সেই দৃশ্যকে অনেকেই ফুটবলের একটা অধ্যায়ের সমাপ্তি হিসেবেই দেখছিলেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে একই দৃশ্য। যদিও সে ম্যাচে শেষের দিকে মাঠে নেমেছিলেন। কিন্তু পর্তুগাল হেরে যায় ১-০ গোলে। ম্যাচ শেষে টানেল দিয়ে রোনালদোর অশ্রুসজল বিদায় আক্ষরিক অর্থেই একটা যুগের সমাপ্তি হিসেবে ধরা হয়েছিল। তবে বিশ্বকাপের পর রোনালদো যেন আবারও নিজেকে নতুন করে খুঁজে নিয়েছেন পর্তুগাল দলে। নতুন কোচ রবার্তো মার্তিনেজ তাঁকে ঘিরেই সাজাচ্ছেন জাতীয় দলের পরিকল্পনা।

আরও পড়ুন
সিঙ্গাপুরে প্যাডেল বল খেললেন রোনালদো
ছবি: এএফপি

বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন। যদিও প্রথম মৌসুমটা দলগতভাবে রোনালদোর ভালো কাটেনি মোটেও। আল নাসর সৌদি মৌসুমের কোনো ট্রফিই জিততে পারেনি। রোনালদো মৌসুম শেষেই গেছেন সিঙ্গাপুরে। সেখানে ঝটিকা সফরটি শেষ হয়েছে শনিবার। সেটি মূলত ছিল জনকল্যাণমূলক কাজেই। দেখা করেছেন পুরোনো বন্ধুর সঙ্গেও। সেখানে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ঘুরে দেখেছেন পর্তুগিজ তারকা। ভিক্টোরিয়া জুনিয়র কলেজে ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্যও রেখেছে। খেলেছেন প্যাডেল বল। টেনিস আর স্কোয়াশের মিশ্রণের এই প্যাডেল বল যে রোনালদো ভালোই খেলেন, ভিক্টোরিয়া জুনিয়র কলেজের ছাত্রছাত্রীরা সেটির সাক্ষী। সেখানেই প্রশ্নোত্তর পর্বে এক ছাত্রের প্রশ্নের জবাবে বিশ্বকাপের স্বপ্নের কথা বলেছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।

আরও পড়ুন
২০২২ বিশ্বকাপটা ভালো কাটেনি রোনালদোর
ছবি: রয়টার্স

প্রশ্নটি ছিল তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। রোনালদোর উত্তর ছিল এমন, ‘প্রথমত, আমি আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে চাই। আমি মনে করি, লক্ষ্যটাকে স্বল্প ও মধ্য মেয়াদি ভাগে ভাগ করাটা খুবই জরুরি। এরপর দেখা যাক, কী হয়।’

আরও পড়ুন
আগামী মৌসুমও সৌদি আরবে থাকছেন জানিয়েছেন রোনালদো
ছবি: টুইটার

সম্প্রতি সৌদি আরবে তাঁর খেলা নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। সৌদি আরবে তিনি নাকি মানিয়ে নিতে পারছেন না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ দাবি করেছিল, রোনালদো আল নাসর থেকে ইউরোপে ফেরার পথ খুঁজছেন। সৌদি আরব ‘আধুনিক সমাজ থেকে অনেক পিছিয়ে’ এমনটাই নাকি মনে করেন এই পর্তুগিজ তারকা।

কিন্তু সৌদি প্রো লিগকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। আগামী মৌসুমেও আল নাসরে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিশ্বের অন্যতম সেরা লিগে পরিণত হতে সৌদি প্রো লিগকে আরও উন্নতি করতে হবে বলেও মনে করেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড।