বার্সার মেসিকেই মায়ামিতে দেখছেন মার্তিনেজ

ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসিএএফপি

বয়স ৩৬ পেরিয়ে গেছে। ফুটবলে জেতা সম্ভব—এমন সবকিছুও জেতা হয়ে গেছে। তবু লিওনেল মেসির জেতার আকাঙ্ক্ষা যেন শেষ হওয়ার নয়। ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় সাফল্যের চূড়া স্পর্শ করার পর মেসি এখন যুক্তরাষ্ট্র জয়ের মিশনে আছেন। গত গ্রীষ্মের দলবদলে ইন্টার মায়ামিতে যাওয়ার পর ক্লাবটিকে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা

মেসি অবশ্য এটুকুতেই তৃপ্ত নন। চলতি মৌসুমে সব শিরোপা জয়ের প্রত্যয় নিয়েই নতুন যাত্রা শুরু করেছেন তিনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মেসির এমন শিরোপা–ক্ষুধা দেখে অবশ্য বিস্মত নন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। বলেছেন, সেরা খেলোয়াড়েরা এমনই হয়ে থাকেন এবং জেতার জন্য সব সময় উন্মুখও থাকেন তাঁরা।

আরও পড়ুন

মেসিকে নিয়ে মার্তিনো বলেছেন, ‘এক নম্বর খেলোয়াড়েরা ক্যারিয়ারজুড়ে একই ধারা বজায় রাখে। তারা যেখানেই খেলুক, একইভাবে লড়াই করে এবং জেতার আকাঙ্ক্ষা করে। এটাই তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।’

অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মেসি
এক্স

মার্তিনো এর আগেও মেসিকে কোচিং করিয়েছেন। বার্সেলোনা ও আর্জেন্টিনার কোচ হিসেবে ডাগআউট থেকে দেখেছেন মেসিকে। তাই মেসির এমন শিরোপা-ক্ষুধা মোটেই বিস্মিত করছে না তাঁকে, ‘আমি বলছি না যে এটা আমাকে বিস্মিত করে। কারণ, আমি এ নিয়ে তৃতীয়বার তাকে কোচিং করাচ্ছি। কিন্তু আমি এখনো তাকে তেমনই দেখি, যেমনটা প্রথমবার বার্সেলোনায় দেখেছিলাম। এখনো সামনে থাকা সবকিছুর জন্য ঝাঁপিয়ে পড়তে চায় সে।’

আরও পড়ুন

আগামীকাল ভোরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাশভিলের বিপক্ষে খেলবে মেসির মায়ামি। এর আগে নাশভিলের মাঠে প্রথম লেগ ড্র হয়েছিল ২-২ গোলে। সেদিন মায়ামির হয়ে গোল পেয়েছিলেন মেসি। কাল ঘরের মাঠে মেসিদের কাছ থেকে সহজ জয়ের প্রত্যাশা থাকবে সমর্থকদের।