ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাল বাংলাদেশ, আর্জেন্টিনাই এক নম্বরে

ঢাকায় ফিলিস্তিনের কাছে শেষ মুহূর্তের গোলে হেরেছে বাংলাদেশতানভীর আহাম্মেদ

কুয়েত সিটি থেকে ৫-০ গোলে হেরে আসার পর ঢাকায় ১-০ গোলে হার। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের কাছে দুই ম্যাচে ৬ গোল খেয়েছে বাংলাদেশ। বাজে এ ফলের প্রভাব ফিফা র‍্যাঙ্কিংয়েও টের পেল বাংলাদেশ দল। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে নেমে গেছে ১৮৪ নম্বরে। ফিলিস্তিনের কাছে দুই ম্যাচেই বাজেভাবে হারার কারণে বাংলাদেশের পয়েন্ট কমেছে ১১.৪৫।

দুই ম্যাচেই বাংলাদেশকে হারানো ফিলিস্তিন এগিয়েছে চার ধাপ। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটি ৯৭ থেকে উঠে গেছে ৯৩ নম্বরে। দলটির পয়েন্ট বেড়েছে ১১.৪৬। এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিস্তিনিরা আছে ১৫ নম্বরে, বাংলাদেশ ৩৭-এ। এশিয়ার এক নম্বর দল জাপান আগের মতোই আছে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে।

প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে আনহেল দি মারিয়ার গোলের পর আর্জেন্টাইনদের উদ্‌যাপন
এএফপি

র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর স্থানটা ধরে রেখেছে আর্জেন্টিনাই। গত মাসে লিওনেল মেসিকে ছাড়াই খেলে এল সালভাদরকোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জয় পাওয়া বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট বেড়েছে ২.৮০। দুইয়ে থাকা ফ্রান্সের চেয়ে ১৭.৪১ পয়েন্টে এগিয়ে আছে আর্জেন্টাইনরা। পরিবর্তন এসেছে তিনে। ইংল্যান্ডকে চারে ঠেলে তিনে উঠে এসেছে বেলজিয়াম। প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর স্পেনের বিপক্ষে ড্র করা ব্রাজিল আছে আগের মতোই পাঁচে। শীর্ষ দশের বাকি পাঁচটি দল র‍্যাঙ্কিং ক্রমে পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

আরও পড়ুন

শীর্ষ ১০ দল

র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান ভারতের। চার ধাপ পিছিয়ে ১২১ নম্বরে আছে দলটি। এ ছাড়া বাংলাদেশের ওপরে আছে মালদ্বীপ (১৬১) ও নেপাল (১৭৮)। ভুটান (১৮৫), পাকিস্তান (১৯৫) ও শ্রীলঙ্কা (২০৪) আছে বাংলাদেশের নিচে। র‍্যাঙ্কিংয়ে আছে ২১০টি দেশ।

ফিফা পরবর্তী র‍্যাঙ্কিং প্রকাশ করবে আগামী ২০ জুন।

আরও পড়ুন