গ্যালারি থেকে মায়ামির হার দেখলেন মেসি

চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি–মন্টেরে ম্যাচে গ্যালারিতে মেসিএএফপি

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মেক্সিকান ক্লাব মন্টেরের কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিটকে পড়া লিওনেল মেসি এই ম্যাচ দিয়েও মাঠে ফিরতে পারেননি। তবে গ্যালারিতে ছিলেন আর্জেন্টাইন তারকা। মেসি গ্যালারি থেকেই দেখেছেন, তাঁর দেশের ডিফেন্সিভ মিডফিল্ডার হোর্হে রদ্রিগেজের ৮৯ মিনিটে দেওয়া গোলে জয় তুলে নেয় মন্টেরে।

আরও পড়ুন

ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এর আগে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির সর্বশেষ তিনটি ম্যাচেই মাঠের বাইরে ছিলেন মেসি। তবে গত মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলন করায় প্রত্যাশা করা হয়েছিল, কোয়ার্টার ফাইনাল প্রথম লেগেই বুঝি মাঠে ফিরবেন!

মায়ামির অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার মতো এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি মেসি
এএফপি

গত ১৩ মার্চ ন্যাশভিলকে হারিয়ে মায়ামিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন মেসি। সে ম্যাচে গোল করার পাশাপাশি চোটও পেয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চোটের কারণে এরপর মায়ামির হয়ে তাঁর আর মাঠে নামা হয়নি। খেলতে পারেননি আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচও। প্রত্যাশা করা হচ্ছে, মেসি হয়তো চ্যাম্পিয়নস কাপ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে মাঠে ফিরতে পারেন।

আরও পড়ুন

মায়ামির হয়ে এ নিয়ে টানা চার ম্যাচ মাঠের বাইরে মেসি। শনিবার এমএলএসে কলোরোডো র‌্যাপিডসের বিপক্ষেও তাঁর মাঠের বাইরে থাকার সম্ভাবনাই বেশি। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়নস কাপ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে মেসির মাঠে ফেরার প্রত্যাশার কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মেসির মাঠে ফেরার অপেক্ষায় মায়ামির সমর্থকেরা
এএফপি

কিন্তু মন্টেরের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো মেসি কবে মাঠে ফিরবেন—সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘আগেই বলা হয়েছে, (মেসির) পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। আজ তাকে খেলানোটা ঝুঁকি হয়ে যেত। সে পুরোপুরি প্রস্তুত নয়, আর এটা দেখা যেতে পারে কলোরোডো ও মন্টেরের বিপক্ষে পরের দুটি ম্যাচেও।’

গত বছর জুলাইয়ে মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর তাঁকে ছাড়া এ পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে মায়ামি।

আরও পড়ুন