ভক্তদের ‘হ্যালো’ বলতেই জীবনের ঝুঁকি নিয়েছিলেন মেসি

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিফাইল ছবি

লিওনেল মেসিকে একনজর দেখতে সম্প্রতি আর্জেন্টিনার একটি রেস্টুরেন্টে ঢল নেমেছিল ভক্ত-সমর্থকদের। পরিবার ও বন্ধুদের সঙ্গে মেসি যখন রেস্টুরেন্টের ভেতরে, তখন বাইরে হাজারো মানুষ ভিড় করেন মেসিকে একপলক দেখতে।

জনস্রোত ক্রমে বাড়তে থাকায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মেসিকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু মেসি সেই প্রস্তাবে রাজি হননি। ভক্তদের ভালোবাসার জবাবে অন্তত ‘হ্যালো’ বলতে চাওয়ার কথা জানান আর্জেন্টাইন জাদুকর। ভক্তদের প্রতি মেসির এই ভালোবাসা দেখানোর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আর্জেন্টাইন অভিনেতা আদ্রিয়ান সুয়ার।

আরও পড়ুন

বিশ্বকাপ জয়ের পর মেসি এখন আর্জেন্টাইনদের চোখের মণি। লুসাইলের ১৮ ডিসেম্বরের সেই জাদুকরি রাতের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে তুলতে দেশে ফিরেছেন মেসিরা। শুক্রবার পানামা ম্যাচের আগে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বুয়েনস এইরেসের পালের্মোয় ডন হুলিও রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন পিএসজি তারকা।

মেসি খেতে গিয়েছেন, এই খবর চাউর হতেই রেস্তোরাঁর আশপাশে ভিড় জমে যায় ভক্তদের। সামনের রাস্তায়ও চলাচল বন্ধ হয়ে যায়। প্রিয় তারকার সম্মানে রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়েই ‘মুচাচোস’ গানও গেয়ে ওঠেন উৎসাহী ভক্তরা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে এই গান গেয়েছিলেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা। খেলোয়াড়েরাও তাতে গলা মিলিয়েছেন।

আরও পড়ুন

তবে পরিস্থিতি এ যাত্রায় বেগতিক হয়ে ওঠে। এ সময় নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট না হওয়ায় মেসির ওপর জনস্রোত আচড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শঙ্কায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মেসিকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

তিন তারকার জার্সিতে সতীর্থদের সঙ্গে মেসি
ছবি: টুইটার

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে ঘটনাস্থলে উপস্থিত সুয়ার বলেছেন, ‘আমরা যখন রেস্টুরেন্টে ছিলাম, মেসিকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল। তবে লিও (মেসি) সে প্রস্তাব ফিরিয়ে দেয়। সে বলে, ‘‘প্রশ্নই আসে না। আমি বাইরে গিয়ে যেসব মানুষ আছে, তাদের অন্তত হ্যালো বলতে চাই।’”

আরও পড়ুন

কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় মেসি। আর্জেন্টিনার তিন তারকা জার্সি পরে প্রীতি ম্যাচে পানামা ও কুরাকাওয়ের মুখোমুখি হবেন পিএসজি তারকা। শুক্রবার পানামার মুখোমুখি হওয়ার পর ২৮ মার্চ কুরাকাওয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।