শত শত সাংবাদিককে হতাশ করে শেষ ব্রাজিলের প্রথম অনুশীলন সেশন
কাতারে পৌঁছে গতকাল প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে ব্রাজিল দল। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো, ফ্রেদ, রিচার্লিসনদের অনুশীলন দেখতে সেখানে ছিলেন কয়েক শ সাংবাদিক। তাঁরা বুঝতে চেষ্টা করেছেন, সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রতিভায় ঠাসা ব্রাজিল দলের শুরুর একাদশ কেমন হতে পারে।
যেকোনো ম্যাচের আগে কোনো দলের অনুশীলন দেখলে সাধারণত বোঝা যায়, কেমন একাদশ নিয়ে কোন ধরনের খেলা খেলবে তারা। কিন্তু কাতারে ব্রাজিলের প্রথম অনুশীলন তেমন কোনো ইঙ্গিতই পাননি সাংবাদিকেরা। তিতে হয়তো ইচ্ছা করেই সেটা দেননি।
নেইমার, রাফিনিয়া, রিচার্লিসনের সঙ্গে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র থাকবেন কি না আর মাঝমাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরো–ফ্রেদ জুটি একসঙ্গে খেলবে কি না—ব্রাজিল দলকে ঘিরে আলোচনা চলছে এসব নিয়েই।
কে খেলবেন, কোন ফর্মেশনে দলকে খেলাবেন তিতে—এ বিষয়ে এখনো নাকি পরিষ্কার নন দলটির খেলোয়াড়েরাও। ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো যেমন বললেন, ‘আমাদের কোনো ধারণা নেই যে শুরুর একাদশে কারা থাকবে। কোচ কী সিদ্ধান্ত নেন, সেটা জানার জন্য আমরাও অপেক্ষা করছি। শুরুর একাদশে জায়গা পাওয়ার জন্য সুষ্ঠু একটি প্রতিযোগিতা চলছে সবার মধ্যে।’
তবে শুরুর একাদশে কে খেলবেন বা খেলবেন না, সেটা সান্দ্রোর কাছে পরের ব্যাপার। যেকোনো সময় যেকোনো ভূমিকায় নিজেকে উজাড় করে দিতে তিনিসহ ব্রাজিল দলের সবাই প্রস্তুত বলেই মনে করেন সান্দ্রো, ‘আমরা সবাই তৈরি। আমরা জানি, পরিকল্পনা কী এবং আমাদের কার কী ভূমিকা, সেটা সম্পর্কেও পরিষ্কার ধারণা আছে।’
এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট ব্রাজিল। অনেকেই মনে করেন ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপজেতা দলটি এবার নিজেদের ইতিহাসে ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে। আত্মবিশ্বাস আছে সান্দ্রোদেরও, ‘তুরিনে সর্বশেষ কয়েকটি দিন অসাধারণ কেটেছে আমাদের। দলের মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা এটা (বিশ্বকাপ ট্রফি) অর্জন করতে পারি।’