ম্যান সিটিকে উড়িয়ে দেওয়া ‘গোল মেশিন’ যাচ্ছেন আর্সেনালে
সুইডিশ ‘গোল মেশিন’ ভিক্টর ইয়োকেরেসের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলি চূড়ান্ত করেছে আর্সেনাল। এখন অপেক্ষা ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের মধ্যকার আলোচনা চূড়ান্ত হওয়ার।
ভিক্টর ইয়োকেরেসকে এককথায় ‘গোল মেশিন’ বলাই যায়। স্পোর্তিং লিসবনের হয়ে ১০২ ম্যাচে সুইডিশ এই স্ট্রাইকারের গোলসংখ্যা ৯৭, সঙ্গে আবার ২৬টি অ্যাসিস্ট। শুধু গত মৌসুমেই করেছেন ৫২ ম্যাচে ৫৪ গোল। ম্যাচপ্রতি গোলসংখ্যা ১–এর বেশি।
অবিশ্বাস্য এই স্কোরিং দক্ষতাসম্পন্ন একজন ফুটবলারকে যেকোনো দল নিতে চাইবে। গত মৌসুমের শেষ দিকেই ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়ে শোনা যায় ইয়োকেরেসের নাম। তবে সবাইকে ফাঁকি দিয়ে ইয়োকেরেস এখন নাকি যোগ দিতে যাচ্ছেন আর্সেনালে।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ইয়োকেরেসের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়ে ব্যক্তিগত শর্তাবলি এর মধ্যেই চূড়ান্ত করেছে আর্সেনাল। এখন শুধু দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার অপেক্ষা।
তবে আর্সেনালের ম্যানেজার মিকেল আরতেতা চান, জুলাইয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে ফেরার আগেই বিষয়টির নিষ্পত্তি হয়ে যাক। পাশাপাশি ইয়োকেরেস নিজেও আরতেতার অধীন আর্সেনালে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন।
২৭ বছর বয়সী ইয়োকেরেসের জন্য অবশ্য প্রিমিয়ার লিগের ক্লাবে খেলার অভিজ্ঞতা নতুন কিছু নয়। এর আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রাইটনে খেলেছেন তিনি। তবে এ সময়ে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। এমনকি নামের পাশে ‘ফ্লপ’ ট্যাগ লাগিয়েই ক্লাব ছাড়তে হয় তাঁকে। সেই অপবাদ নিশ্চয়ই এবার নামের পাশ থেকে মুছতে চান।
তবে ব্রাইটনের সেই ‘ফ্লপ’ ইয়োকেরেস এখন আমূল বদলে গেছেন। এরই মধ্যে উপহার দিয়েছেন অবিশ্বাস্য ফুটবল। তবে ইয়োকেরেস সবচেয়ে বেশি আলোচনায় আসেন চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে স্পোর্তিং লিসবনকে উড়িয়ে দেওয়ার পর। গত বছরের ডিসেম্বেরে ৪-১ গোলে জেতা সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ইয়োকেরেস। সেই হ্যাটট্রিকই মূলত নতুন করে পরিচয় করিয়ে দেয় তাঁকে।