আর্সেনালের জার্সিতে অপরাজিত মৌসুমের ভুল তথ্য, বাজার থেকে প্রত্যাহার
আর্সেনালের গৌরবের মৌসুম সেটি। তখন তো বটেই, এখনো।
২০২২–২৩ মৌসুমের বেশিরভাগ সময় পয়েন্ট তালিকার ১ নম্বরে ছিল আর্সেনাল। কিন্তু শেষ দিকে পা পিছলে যাওয়ায় লিগ আর জেতা হয়নি। সামনের কোনো এক মৌসুমে হয়তো এই আক্ষেপ ঠিকই ঘুচে যাবে। আর্সেনাল জিতবে প্রিমিয়ার লিগ শিরোপা। কিন্তু গৌরবময় সেই ২০০৩–০৪ মৌসুমের পুনরাবৃত্তি কি আর সম্ভব হবে? আর্সেনাল কি পারবে আরেকটি ‘দ্য ইনভিন্সিবল’ মৌসুম উপহার দিতে? গত ১৯ বছরে আর্সেনাল লিগ জিততে পারেনি। যারা জিতেছে, তাদের কেউই আর্সেনালের মতো অপরাজিত থেকে মৌসুম শেষ করতে পারেনি। ‘দ্য ইনভিন্সিবল’ মৌসুমটা তাই আর্সেনাল সমর্থকদের জন্য পরম গর্বের, আনন্দে ভাসানো স্মৃতিকাতরতার।
এবার সেই ‘দ্য ইনভিন্সিবল’ দলের বিশাল অর্জনই কিছুটা ‘ছোট’ হয়ে এসেছিল। সামনেই আর্সেনালের অপরাজেয় দলটির দুই দশক পূর্ণ হচ্ছে। এর স্মরণে যে জার্সি বাজারে ছাড়া হয়েছে, সেখানেই ঘটেছে বিশাল অর্জন খাটো হয়ে যাওয়ার কাণ্ড!
ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়, আর্সেনালের দ্য ইনভিন্সিবলের ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৩–২৪ মৌসুমের বিশেষ জার্সি তৈরি করেছিল অ্যাডিডাস। গত মাসে তা বাজারে ছাড়া হয়। দ্য ইনভিন্সিবলের স্মরণে জার্সির এক পাশে ওই মৌসুমের ম্যাচগুলোর ফল লেখা ছিল। এ ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে ডব্লিউ (উইন), ড্রয়ের ক্ষেত্রে ডি। ২০০৩–০৪ মৌসুমে মোট ৩৮টি ম্যাচ খেলে ২৬টিতে জেতে আর্সেনাল, ড্র করে ১২টিতে।
কিন্তু বাজারে আসা নতুন জার্সিতে দেখা যায়, জয় ও ড্র মিলিয়ে মোট ম্যাচ ৩২টি, ৬ ম্যাচই হাওয়া। ৩৮ ম্যাচের লিগে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব, সেটির ছাপই নেই জার্সিতে!
আর্সেনাল সমর্থকেরা এ নিয়ে প্রতিবাদ জানালে টনক নড়ে অ্যাডিডাসের। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি দ্রুতই বাজারে থাকা জার্সি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, তাদের পাঠানো বিবৃতিতে অ্যাডিডাস জার্সিতে ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে, ‘যত দ্রুত সম্ভব আবারও জার্সি মজুত করার জন্য ক্লাব এবং পার্টনাররা মিলে আমরা কাজ করছি। যাঁরা এরই মধ্যে জার্সি কিনেছেন, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে। ব্র্যান্ড হিসেবে আমরা নিজেদের যে মানে প্রতিষ্ঠিত করেছি, এই ডিজাইনের ভুলে তাঁর ঘাটতি রয়েছে। ক্লাব ও সমর্থকদের কাছে আমরা দুঃখপ্রকাশ করছি।’