ওয়েঙ্গারের কাছে পরামর্শ চেয়েছেন আরতেতা—শেষের চাপ সামলে কীভাবে শিরোপা জেতা যায়

যখন আর্সেন ওয়েঙ্গারের কোচিংয়ে খেলতেন মিকেল আরতেতারয়টার্স

আর্সেনাল কি এবার প্রিমিয়ার লিগ জিততে পারবে?

পয়েন্ট তালিকা বলছে, এই মুহূর্তে আর্সেনালই সবার ওপরে। গত বছর দীর্ঘসময় শীর্ষে থেকেও শেষ মুহূর্তে পা পিছলে গিয়েছিল তাদের। এবার এখন পর্যন্ত শীর্ষে থাকলেও আর্সেনাল ট্রফির সম্ভাবনায় কার্যত দ্বিতীয়। কারণ, এক পয়েন্ট পেছনে থাকা ম্যানচেস্টার সিটির হাতে ম্যাচ একটি বেশি আছে। তবে আশাবাদী হওয়ার জায়গা তো সব সময়ই থাকে। মিকেল আরতেতাও আশাবাদী। লিগ শিরোপার মীমাংসা হওয়ার এই সময়ে সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের দ্বারস্থ হয়েছেন আরতেতা।

৭৪ বছর বয়সী ওয়েঙ্গার আর্সেনাল কোচের দায়িত্ব ছেড়েছেন ২০১৮ সালে। তাঁর ২২ বছরে তিনটি লিগ জিতেছিল আর্সেনাল—১৯৯৭-৯৮, ২০০১-০২ ও ২০০৩-০৪। এর মধ্যে সর্বশেষ ট্রফি জেতা দলটি ছিল ‘ইনভিন্সিবল’, পুরো মৌসুমজুড়ে অপরাজিত। এই ওয়েঙ্গারের অধীনে খেলেছেন আরতেতাও। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত আর্সেনালের মিডফিল্ডে খেলা আরতেতা ২০১৯ থেকে আছেন ডাগআউটের দায়িত্বে।

আজ লিগে টটেনহামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্সেনাল। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আরতেতা জানান, লিগ নিয়ে সাবেক কোচের সঙ্গে তাঁর কথা হয়েছে, ‘আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি। কীভাবে লিগ জেতা যায়, কীভাবে মৌসুমের শেষের দিকে খেলা দরকার।’

আরও পড়ুন

মৌসুমের শেষ দিকে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বীর হাতে যখন একটি ম্যাচ বেশি আছে। গত বছর ২৪৮ দিন শীর্ষে থাকার পরও শেষ দিকে পা হড়কানোয় যে ক্ষতি হয়েছে, এবার সেটির পুনরাবৃত্তি রোধের পদ্ধতি নিয়ে ওয়েঙ্গারের সঙ্গে আলোচনা করেছেন আরতেতা, ‘মৌসুমের এই সময়ের কোন পথ জয় বের করে আনা যায়। তাঁরা (ওয়েঙ্গারের আর্সেনাল) কীভাবে কিছু কিছু ম্যাচ খুব অল্প ব্যবধানে জিতত। তিনি সব সময়ই ওই সব নিয়ে কথা বলেন, কথা বলেন ঠিক সময়ে কে এগিয়ে এসে জয় এনে দিতেন।’

আর্সেনালের আজকের প্রতিপক্ষ টটেনহাম এখন ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে। চারে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৬। আর্সেনাল শীর্ষে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৭৬।

আরও পড়ুন