রোনালদোর দুর্দান্ত গোলে শিরোপার দৌড়ে টিকে রইল আল নাসর

লিগে রোনালদোর গোল এখন ১৪টিছবি: টুইটার

গোলটা দেখে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরা পুরোনো দিনের কথা মনে করতে পারেন। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গতকাল আল নাসরের জয় নিশ্চিত করেন এই পর্তুগিজ তারকা।

সৌদি লিগে শিরোপার দৌড়ে থাকতে আল শাবাবের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন এক ম্যাচে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পেয়েছে আল নাসর। তাতে সৌদি লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা টিকে রইল আল নাসরের।

আরও পড়ুন

গতকাল ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আল শাবাব। দুটি গোলই এসেছে আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান গুয়াঙ্কারের কাছ থেকে। বিরতির আগমুহূর্তে গোল করে আল নাসরকে ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন তালিস্কা। এরপর ম্যাচের ৫১ মিনিটে আবদুলরহমান ঘারিবের গোলে সমতায় ফেরে আল নাসর। রোনালদো গোল করেন ৫৯তম মিনিটে। লিগে এটি রোনালদোর ১৪তম গোল।

২-০ গোলে পিছিয়ে থাকার পরও জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত রোনালদো, ‘দল দারুণ ফুটবল খেলছে। ২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফেরা অনেক কঠিন, তবে আমাদের বিশ্বাস ছিল এবং আমরা তিন গোল করেছি।’

আরও পড়ুন

২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর আল নাসর। সমান ম্যাচে শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৬৬। এখনো ২টি করে ম্যাচ খেলবে দুটি দল। অর্থাৎ রোনালদোদের শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচগুলোয় জয়ের পাশাপাশি আল ইতিহাদের পয়েন্ট খোয়ানোর প্রার্থনা করতে হবে।

পরের ম্যাচে আল ইতিহাদ আল ফেইহাকে হারালেই তাদের পয়েন্ট হবে ৬৯। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা উঠবে আল ইতিহাদের ঘরে। কারণ, বাকি থাকা দুই ম্যাচেই যদি আল নাসর জয় পায়, তাহলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬৯। কিন্তু লিগে আল নাসরের সঙ্গে হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা জিতবে আল ইতিহাদ।

আরও পড়ুন