প্রিমিয়ার ফুটবল লিগকে গোপালগঞ্জ স্পোর্টিংয়ের ‘না’
নতুন ঘরোয়া ফুটবলের মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল বাফুফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার উঠেই না খেলার সিদ্ধান্ত নিয়েছে নবাগত গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। অন্য কোনো টুর্নামেন্টেও তারা খেলবে না। আজ খেলোয়াড় নিবন্ধনের শেষ দিনে বাফুফেকে চিঠি দিয়ে ক্লাবটি নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। চিঠিতে আর্থিক সংকটের কথা বলেছে গোপালগঞ্জ।
ক্লাবের ম্যানেজার এস এম মামুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ক্লাবের শেষ সভায় সিদ্ধান্ত হয়েছে, বিপিএল খেলতে যে পাঁচ থেকে সাত কোটি টাকা লাগবে, সে টাকায় ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন করা ভালো। তাই গোপালগঞ্জ আরেক বছর চ্যাম্পিয়নশিপ লিগেই খেলার সিদ্ধান্ত নিয়েছে।
তবে জানা গেছে, জাতীয় নির্বাচন সামনে রেখে পৃষ্ঠপোষকদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় দল গড়তে পারেনি গত চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় হয়ে প্রিমিয়ারে আসা ক্লাবটি। চ্যাম্পিয়নশিপ লিগে দ্বিতীয় হওয়া বাফুফের এলিট একাডেমি যেহেতু প্রিমিয়ারে খেলবে না, তাই তাদের জায়গায় সুযোগ পায় গোপালগঞ্জ।
শেষ সময়ে এসে লিগ থেকে সরে যাওয়ায় হতাশ গোপালগঞ্জের কোচ সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান। ফুটবলাররা এখন কোথায় যাবেন, সেটা নিয়েই চিন্তা তাঁর, ‘প্রিমিয়ারে খেলা অনেক টাকার ব্যাপার। গোপালগঞ্জ চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু গুছিয়ে উঠতে পারেনি। কারণ যা–ই হোক, গোপালগঞ্জে খেলার অপেক্ষায় থাকা খেলোয়াড়েরা এখন কোথায় যাবে সেটাই ভাবনার।’
এর আগে কক্স সিটি, ফকিরেরপুল ইয়ংমেনস দেশের শীর্ষ ফুটবলে উঠেও আর্থিক সংকটের জন্য নাম প্রত্যাহার করে নিয়েছে। গোপালগঞ্জ সরে যাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমানে দলসংখ্যা ১০। আজ বিকেল পর্যন্ত বসুন্ধরা কিংস, ঢাকা মোহামেডান, শেখ রাসেল, পুলিশ এএফসি, ফর্টিস এফসি, চট্টগ্রাম আবাহনীসহ কয়েকটি ক্লাব খেলোয়াড় নিবন্ধন করেছে। ২৭ অক্টোবর স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। টুর্নামেন্টের বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে আগামী পরশু।