ইংল্যান্ডের ক্লাবে ডেভিড বেকহামের ছেলে

ছেলের সঙ্গে বেকহামছবি: টু্‌ইটার

বাবা ডেভিড বেকহামের পথ অনুসরণ করবেন না বলে একসময় ফুটবল ছেড়ে দিয়েছিলেন। মনোযোগ দিয়েছিলেন টেনিসে। তবে রক্তে যাঁর ফুটবল, তিনি আর কতটা দূরে সরে থাকতে পারবেন! দুই বছর আগে ফুটবলে ফিরে আসা রোমিও বেকহাম এবার প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন। ২০২২–২৩ মৌসুমের বাকি অংশের জন্য ব্রেন্টফোর্ডের বি দলে খেলবেন তিনি।

২০ বছর বয়সী রোমিও এত দিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে ছিলেন। তাঁর বাবা ডেভিড বেকহাম মার্কিন ক্লাবটির অন্যতম মালিক। মায়ামি থেকে ধারে ব্রেন্টফোর্ডে নাম লেখানোর সময় রোমিওর পাশেই ছিলেন ডেভিড। এর আগে ২০১৪ সালে আর্সেনাল যুব দলে খেলেছিলেন রোমিও।

আরও পড়ুন

তবে পরের বছরই ফুটবল ছেড়ে অ্যান্ডি মারের সঙ্গে টেনিস খেলবেন বলে জানান। ২০২০ সালে আবারও ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। ডেভিড তখন ছেলের বানানো টেনিস কোর্ট ফুটবল পিচে রূপান্তরিত করেন। খেলতে নিয়ে যান ‘ইন্টার মায়ামি টু’ দলে। ডেভিড বেকহামের চার সন্তানের মধ্যে রোমিও দ্বিতীয়। তবে বাবার মতো ফুটবলকে পেশা হিসেবে নিয়েছেন রোমিওই প্রথম।

ব্রেন্টফোর্ডের বি দলে খেলবেন রোমিও বেকহাম
ছবি: টু্‌ইটার

বাবার মতো উইঙ্গার বা মাঝমাঠের ডান পাশে খেলেন রোমিও। ২০২২ সালে মেজর লিগ সকারের (এমএলএস) রিজার্ভ লিগ হিসেবে পরিচিত এমএলএস নেক্সট প্রো–তে খেলেছেন ২০ ম্যাচ। গোল করেছেন ২টি, করিয়েছেন ১০টি। এ ছাড়া গত বছরের জুলাইয়ে ইন্টার মায়ামি মূল দলের হয়ে বার্সেলোনার বিপক্ষে প্রাক্‌–মৌসুম প্রীতি ম্যাচেও ৬ মিনিট খেলেছিলেন।

আরও পড়ুন

ব্রেন্টফোর্ড বি দলের কোচ নেইল ম্যাকফারলেন বলেন, ‘যে দলে এসেছে, সেখানকার গুরুত্বপূর্ণ হবে সে। মাঠ এবং মাঠের বাইরের রোমিওকে আমি পছন্দ করি। মাঠের খেলায় খুবই কৌশলী সে। দ্রুত বল ক্রস করতে পারে, টেনে নিতে পারে। ফিনিশার হিসেবেও খুব ভালো। আমাদের দলের হয়ে একাধিক পজিশনে খেলার সামর্থ্য আছে ওর।’

রোমিও ব্রেন্টফোর্ডের মূল দলে খেলার সুযোগ পাবেন কি না, সেটি নির্ভর করবে বি দলের হয়ে তাঁর পারফরম্যান্সের ওপর।